বাসস
  ২৯ এপ্রিল ২০২৫, ২০:০০

কালো ধোঁয়া ও নিষিদ্ধ পলিথিন বন্ধে মোবাইল কোর্ট অভিযানে জরিমানা 

ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : কালো ধোঁয়া নির্গতকারী যানবাহন ও নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে দেশব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহছিনা আকতার বানুর নেতৃত্বে রাজধানীর আগারগাঁও ও শেরেবাংলা নগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধনী ২০১০) এর ৬(১) ধারা অনুযায়ী কালো ধোঁয়া ছেড়ে পরিবেশ দূষণের অভিযোগে ৬টি যানবাহনের চালককে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।  এছাড়া  এসময় কিছু চালককে সতর্ক করা হয়।

অপরদিকে, একই দিনে ফেনী, নওগাঁ ও ভোলা জেলায় পরিচালিত তিনটি পৃথক মোবাইল কোর্টে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার দায়ে ৪টি মামলায় ১৪ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ২৯৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

মোবাইল কোর্ট অভিযানে বিভিন্ন সুপারশপ ও দোকান মালিকদের পলিথিন ব্যবহার না করার জন্য সতর্ক করা হয় এবং সাধারণ জনগণকে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে উৎসাহিত করা হয়।

পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।