বাসস
  ৩০ এপ্রিল ২০২৫, ১৪:৪৬

নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছ ও মাছের পোনা জব্দ, গ্রেফতার ২৪৮

ছবি: সংগৃহীত

ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস) : দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ গত ছয়দিন অভিযান চালিয়ে  বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছ ও মাছের পোনা জব্দ করেছে। এছাড়াও ২৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

নৌপুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ছয় দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ২ কোটি ৭৪ লাখ ৬২ হাজার ৬১৫ মিটার অবৈধ জাল, ৫হাজার ৮৭১ কেজি মাছ, দুই লাখ বিশ হাজার  পিস চিংড়ী রেনু পোনা,  ১১০০ কেজি জেলীযুক্ত চিংড়ী মাছ জব্দ করা হয় এবং নদী থেকে ১৪৩ টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।

নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৯৬টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়।

এতে বলা হয়, এ অভিযানে ২৪৮ জন আসামীকে গ্রেফতার করা হয় এবং ১৭টি মৎস্য, ২০টি বেপরোয়া, ১টি চুরি, ১টি বালুমহাল, ১টি সরকারি কাজে বাধা, ১টি অন্যান্য, ৬টি অপমৃত্যু এবং ২টি হত্যা মামলাসহ মোট ৪৯টি মামলা দায়ের করা হয় এবং ৯টি মৃতদেহ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, জব্দকৃত অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয়।