শিরোনাম
ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস): রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্ষণিকা বাসে হামলার ঘটনায় ঘটে। এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
তদন্তের স্বার্থে গ্রেফতার ব্যক্তিদের পরিচয় এখনই প্রকাশ করছেন না বলে জানিয়েছেন তারা। পুলিশ আরও জানিয়েছে, হামলায় বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, রোববার উত্তরার বিএনএস সেন্টারের সামনে বিআরটিসির একটি ট্রাকের চাপায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়। সেই ঘটনায় ওখানে গতকাল সড়ক অবরোধ কর্মসূচি পালন করছিলো শিক্ষার্থীরা।
এ সময় কিছু শিক্ষার্থী ও বহিরাগতরা ঢাবি’র ক্ষণিকা বাসে হামলা ও ভাঙচুর চালায়। এতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আহত হয়।
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের ভেতরে ও বাইরে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর।
নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো সিদ্ধান্ত নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অঙ্গীকারবদ্ধ।