শিরোনাম
হারারে, ২৯ জুলাই, ২০২৩ (বাসস) : ভারতের ইউসুফ পাঠানের সাথে পঞ্চম উইকেটে ২৮ বলে অবিচ্ছিন্ন ৮৫ রানের জুটি গড়ে জোহানেসবার্গ বাফেলোকে জিম আফ্রো টি-টেন লিগের ফাইনালে তুললেন বাংলাদেশের মুশফিকুর রহিম। গতরাতে টুর্নামেন্টের প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে মুশফিকের জোহানেসবার্গ বাফেলো ৬ উইকেটে হারিয়েছে ডারবান ক্লান্দার্সকে।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে বোলিং করতে নামে মুশফিকের জোহানেসবার্গ বাফেলো। ব্যাট হাতে নেমে ১০ ওভারে ৪ উইকেটে ১৪০ রান করে ডারবান। ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার ৩৯ ও পাকিস্তানের আসিফ আলি অপরাজিত ৩২ রান করেন। জোহানেসবার্গ বাফেলোর আফগানিস্তানী স্পিনার নূর আহমেদ ৯ রানে ২ উইকেট নেন।
জবাবে ষষ্ঠ ওভারে ৫৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে জোহানেসবার্গ বাফেলো। এরপর পঞ্চম উইকেটে জুটি বাঁধেন ইউসুফ ও মুশফিক। প্রতিপক্ষের বোলারদের উপর ব্যাট হাতে ঝড় তুলে ২৮ বলে অবিচ্ছিন্ন ৮৫ রান তুলে ১ বল বাকী থাকতে জোহানেসবার্গ বাফেলোর জয় নিশ্চিত করেন তারা। জুটিতে ইউসুফ ১৮ বলে ৬৪ ও মুশফিক ১০ বলে ১৪ রান করেন।
শেষ পর্যন্ত ৫টি চার ও ৮টি ছক্কায় ২৬ বলে অপরাজিত ৮০ রান করেন ইউসুফ। ২টি চারে ১৪ রানে অপরাজিত থাকেন মুশফিক। ম্যাচ সেরা হন ইউসুফ।
আজ রাতে ডারবান ক্লান্দার্সের বিপক্ষেই ফাইনাল খেলবে জোহানেসবার্গ বাফেলো। দ্বিতীয় কোয়ালিফাইয়ারে হারারে হারিকেন্সকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে ডারবান।
পাঁচ দলের এই টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের শেষ দল হওয়াতে কোয়ালিফাইয়ারে উঠতে পারেনি আরেক বাংলাদেশি ক্রিকেটার তাসকিন আহমেদের বুলাওয়ে ব্রেভস। তবে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন তাসকিন। ৭ ম্যাচে ১১০ রান দিয়ে ১১ উইকেট নেন এই পেসার।