শিরোনাম
টোকিও, ৩১ জুলাই ২০২৩ (বাসস/এএফপি) : বার্সেলোনা বি’ দলের গোলরক্ষক আরনো টেনাসের সাথে তিন বছরের চুক্তি করেছেন প্যারিস সেইন্ট-জার্মেই(পিএসজি)। লিগ ওয়ান চ্যাম্পিয়নদের পক্ষ থেকে এই ঘোষনা দিয়েছে।
২২ বছর বয়সী স্প্যানিশ টেনাসকে দলের এক নম্বর গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমার ব্যাক-আপ হিসেবে নেয়া হয়েছে। যদিও ইংলিশ ক্লাব নটিংহ্যামে ধারে খেলে আবারো পিএসজিতে ফিরে এসেছেন কেইলর নাভাস। কিন্তু ৩৬ বছর বয়সী কোস্টা রিকান অভিজ্ঞ এই গোলরক্ষকের উপর থেকে কাজের চাপ কমাতে চাচ্ছে পিএসজি। অন্যদিকে আরেক গোলরক্ষক সার্জিও রিকো ঘোড়ায় চড়তে গিয়ে দূর্ঘটনায় গুরুতর আহত হবার পর থেকে এখনো চিকিৎসাধীন রয়েছেন।
পিএসজির দেওয়া বিবৃতিতে টেনাস বলেছেন তিনি সার্জিও রিকোর কথা সবসময়ই চিন্তা করেন। পিএসজি বর্তমানে জাপান ও দক্ষিণ কোরিয়ায় প্রাক-মৌসুম সফরে রয়েছে।
২০১৯ সালে ইউরোপীয়ান অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন টেনাস কখনই বার্সেলোনার প্রথম দলে খেলার সুযোগ পাননি।