শিরোনাম
বুয়েন্স আয়ার্স, ৩১ জুলাই ২০২৩ (বাসস/ওয়েবসাইট) : ভ্যালেন্সিয়ার অভিজ্ঞ স্ট্রাইকার এডিনসন কাভানিকে ফ্রি-ট্রান্সফারে দলভূক্ত করার ঘোষনা দিয়েছে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স। ইতালিয়ান ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো এ সম্পর্কে রিপোর্ট প্রকাশ করেছেন।
লস চে’দের সাথে চুক্তির শর্ত বাতিল করার গুঞ্জনে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় এসেছিলেন কাভানি। বোকা জুনিয়র্স আরো জানিয়েছেন ভ্যালেন্সিয়ার সাথে সব ধরনের সমস্যা সমাধানের জন্য কাভানিকে তারা আল্টিমেটাম দিয়েছিল। শেষ পর্যন্ত আর্জেন্টাইন ক্লাবের যাবার সিদ্ধান্ত নিয়েছেন অভিজ্ঞ এই স্ট্রাইকার। ভ্যালেন্সিয়ার সাথে ৩৬ বছর বয়সীর কাভানির বর্তমান চুক্তির মেয়াদ আরো এক বছর বাকি ছিল। খুব দ্রুতই ট্রান্সফার সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করার আশা করছে বোকা। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকার সাথে দেড় বছরের চুক্তি করতে চাচ্ছে আর্জেন্টাইন জায়ান্টরা। সেটা নিশ্চিত হলে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত বোকায় থাকবেন কাভানি।
রেড ডেভিলস ছাড়া পর নপোলির এই সাবেক স্ট্রাইকার গত গ্রীষ্মে মেস্তালায় পাড়ি জমান। কিন্তু লা লিগা ক্লাবটিতে তার সময় মোটেই ভাল কাটেনি। ক্রমেই ম্যানেজার রুবেন বারায়ার নজড় হারাতে থাকেন। এ বছরের শুরুতে দলের দায়িত্ব পাবার পর ভ্যালেন্সিয়ার এই কোচ নিয়মিত ভাবে কাভানিকে উপেক্ষা করতে থাকেন।
ক্যারিয়ারের শেষ সময়ে এসে উরুগুইয়ান এই স্ট্রাইকার তার সেরা সময়টা পিছনে ফেলে এসেছেন। তার প্রজন্মে নি:সন্দেহে কাভানি একজন সেরা স্ট্রাইকার হিসেবে নিজেকে প্রমান করেছেন।
আগামী বছর কোপা আমেরিকাকে সামনে রেখে কাভানি আবারো শেষবারের মত নিজের সেরাটা দেবার লক্ষ্যে আর্জেন্টাইন ক্লাবে এসেছেন বলে ধারনা করা হচ্ছে।