শিরোনাম
ঢাকা, ৩১ জুলাই ২০২৩ (বাসস) : এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের ফিটনেস ক্যাম্প। ৩২ জনের প্রাথমিক দল নিয়ে শুরু হওয়া ক্যাম্পের পথম দিন ক্রিকেটারদের মেডিকেল পরীক্ষা হয়েছে। ফ্যাঞ্চাইজি লিগ নিয়ে ব্যস্ত থাকায় ক্যাম্পের প্রথম দিন উপস্থিত ছিলেন না জাতীয় দলের অনেক ক্রিকেটারই। প্রথম দিন উপস্থিত ছিলেন ২০ জন ক্রিকেটার।
উপস্থিত থাকা ক্রিকেটারদের মেডিকেল পরীক্ষায় ছিলো- রক্ত পরীক্ষা, চক্ষু পরীক্ষা, মূত্র পরীক্ষা ও ইসিজি। ক্রিকেটারদের শারীরিক পরীক্ষা হবে আরও দু’দিন। এরপর ৩ আগস্ট থেকে শুরু হবে ফিটনেস পরীক্ষা।
আজ ক্যাম্প শুরু নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস সাংবাদিকদের বলেন, ‘আমাদের চুক্তিবদ্ধ সকল ক্রিকেটার এবং সম্প্রতি যারা আমাদের জাতীয় দলের হয়ে বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়েছে, তাদের সবাইকে আসতে বলা হয়েছে। আজকে মূলত মেডিকেল পরীক্ষা হবে। রক্ত, চোখ পরীক্ষা ও ইসিজি হবে। মেডিকেল পরীক্ষাগুলো আজকে করা হচ্ছে। আগামীকাল এবং পরশু দলে বিভক্ত করে হাড় ও পেশির কি অবস্থা, সেগুলো পরীক্ষা করা হবে।’
তিনি আরও বলেন, স্বাভাবিকভাবে এই পরীক্ষাগুলো আমরা বছরে একবার করার চেষ্টা করি। জাতীয় দলের ক্যাম্প যখন শুর হয়, তখন তারা করে থাকে। টাইগার্স ক্যাম্পের ক্রিকেটারদেরও এটা করা হয়ে থাকে। এবার সবার একসাথে ঘটা করে হচ্ছে। এশিয়া কাপের আগে ভালো সময় থাকায় এগুলো করা হচ্ছে।’
মেডিকেল ও ফিটনেস পরীক্ষার পর ৮ আগস্ট থেকে এশিয়া কাপের স্কিল ক্যাম্প ট্রেনিং শুরু হবে। তার আগে ৩২ জনের প্রাথমিক দল ২১ বা ২২ জনে নেমে আসবে। ঐ দলটি নিয়েই স্কিল ক্যাম্প হবে।
৭ আগস্ট পর্যন্ত ফিটনেস ট্রেনিং পরিচালনা করবেন বিসিবির মেডিকেল বিভাগ, ফিজিওরা। স্কিল ট্রেনিং শুরু হলে প্রধান কোচ চন্ডিকা হাথরুসিংহেসহ অন্যান্য কোচিং স্টাফরা যোগ দিবেন।
এ ব্যাপারে শাহরিয়ার নাফীস বলেন, ‘আপাতত বিসিবির চিকিৎসক ও জাতীয় দলের ফিজিওরা দায়িত্ব পালন করছেন। সবারই দায়িত্ব ভাগ করা আছে, সে অনুযায়ী পালন করবে।’