শিরোনাম
ফোর্ট লডারডেল (যুক্তরাষ্ট্র), ২ আগস্ট ২০২৩ (বাসস/এএফপি) : সাবেক বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসি ও সার্জিও বাসকুয়েটসের সাথে ইন্টার মিয়ামিতে যোগ দেবার পর স্প্যানিশ ফুল-ব্যাক জোর্দি আলবা বলেছেন, তার লক্ষ্য বেশী বেশী শিরোপা জয়।
আগামীকাল লিগ কাপে ফ্লোরিডার প্রতিদ্বন্দ্বী ওরলান্ডো সিটির বিরুদ্ধে আলবার ইন্টার মিয়ামিতে অভিষেক হবার সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহেই তিনি মিয়ামিতে যোগ দিয়েছেন। ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডার বার্সেলোনার জার্সি গায়ে পাঁচটি লা লিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন। স্পেনের জাতীয় দলের হয়ে জয় করেছেন ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ ও নেশন্স লিগের শিরোপা।
গতকাল অনুশীলনের পর সংবাদ সম্মেলনে আলবা বলেন, ‘আমি এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছি, সবকিছু জয় করতে এসেছি। বার্সেলোনার হয়ে অনেক কিছু জয় করতে পারাটা আমার সৌভাগ্য ছিল। জাতীয় দলের হয়েও প্রায় সবই পেয়েছি। এখানে আসার সিদ্ধান্ত একেবারেই সঠিক ছিল বলে আমি বিশ্বাস করি।’
মেসি ও বাসকুয়েটসকে পেয়ে মিয়ামি লিগ কাপের গ্রুপ পর্বে ক্রুস আজুল ও আটলান্টাকে পরপর দুই ম্যাচে পরাজিত করে নক আউট পর্ব নিশ্চিত করেছে। আলবা মনে করেন এই দুজনের প্রভাব ইতোমধ্যেই সবাই দেখেছে, ‘আমি মনে করি বাসকুয়েটস ও মেসির আগমনে মিয়ামির খেলার অনেক উন্নতি হয়েছে। ইউরোপে আমি যেমন ছিলাম এখানেও সেই একই খেলোয়াড় হিসেবে মাঠে নামতে চাই। ঐ একই ধরনের দাবী নিজের কাছে করতে চাই।’
গত ১৯ জুন নেশন্স লিগের ফইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জয়ের পর আর মাঠে নামার সুযোগ পাননি আলবা। কিন্তু তারপরও নিজেকে ফিট রেখে ম্যাচ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত বলেই দাবী জানিয়েছেন আলবা। এ সম্পর্কে তিনি বলেন, ‘এই সময়টায় বার্সেলোনায় আমি কঠোর পরিশ্রম করেছি। এটা ঠিক যে একা একা অনুশীলন করা মোটেই সহজ কাজ নয়। কিন্তু ইন্টার মিয়ামির এ্যাথলেটিক স্টাফের সাথে আমার যোগাযোগ ছিল। তারা আমার কাজটা সহজ করে দিয়েছিল। এখানে আসার পর যাতে আমার জন্য মাঠে নামাটা সহজ হয়, সেটাই অনুশীলন করেছি। সতীর্থদের সাথে মাঠে নামতে মুখিয়ে ছিলাম।’
ইন্টার মিয়ামিতে আলবাকে জানানো হয়েছে বেশ উষ্ণ অভ্যর্থনা । এ সম্পর্কে আলবা বলেন, ‘তারা আমাকে চমৎকার ভাবে স্বাগত জানিয়েছে। সত্যি কথা বলতে কি এখানে আসতে পেরে আমি দারুন খুশী। শারিরীকভাবেও বেশ সুস্থ অনুভব করছি। এ সপ্তাহটা গেলে আরো ভাল অনুভব করবো বলে আমার বিশ্বাস। এখানে মাত্র তিনদিন আগে এসেছি, কিন্তু মনে হচ্ছে পুরো জীবন এখানে ছিলাম।’
এদিকে ইন্টার কোচ জেরার্ডো মার্টিনো আলবার পরিস্থিতিতে সন্তোস প্রকাশ করেছেন। কিন্তু ওরলান্ডোর বিরুদ্ধে তাকে মূল দলে খেলানো হবে কিনা তা নিয়ে এখনো সিদ্ধান্ত নেননি মার্টিনো।
এই মুহূর্তে মেজর লিগ সকার টেবিলের তলানিতে রয়েছে মিয়ামি। দলকে টেনে তোলার কঠিন চ্যালেঞ্জ এখন মার্টিনোর কাঁধে। ড্রেসিং রুমে মেসি, বাসকুয়েটস ও আলবা যেভাবে পুরো দলের সাথে মিশে গেছেন তাতে দারুন খুশী মার্টিনো। দল সঠিক পথেই আছে বলে কোচের।