বাসস
  ০৫ আগস্ট ২০২৩, ১৮:০০
আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১৮:০৪

ওয়ালটন-বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ আবু হোরায়রা তামিম

ঢাকা, ৫ আগস্ট, ২০২৩ (বাসস) :  বাংলাদেশ স্পোর্টস প্রেস আ্যাসোসিয়েশনের (বিএসপিএ)  আয়োজনে এবং দেশের অন্যতম শীর্ষ শিল্প গ্রুপ ওয়ালটনের পৃষ্ঠপোষকতায়  আয়োজিত ‘ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২৩’ এ বর্ষ সেরা ক্রীড়াবিদ  হয়েছেন  ইটিভির  আবু হোরায়রা তামিম। 
আজ শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসেসিয়েশনের (বিওএ) ডাচবাংলা ব্যাংক অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে  বিজয়ীদের হাতে পুরস্কার  তুলে  দেন  বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। 
বিএসপিএ সভাপতি সনৎ বাবলার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএসপিএ সাধারণ সম্পাদক মো.সামন হোসেন,ক্রীড়া  উপ-কমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম, সদস্য সচিব ফয়সাল তিতুমীর প্রমূখ।
এবারের ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে ৯টি ডিসিপ্লিনের ১২ ইভেন্টে সর্বোচ্চ রেটিং পয়েন্ট পেয়ে  বর্ষসেরা ক্রীড়াবিদ (আব্দুল মান্নান লাডু ট্রফি) মনোনীত হয়েছেন আবু হোরায়রা তামিম। প্রথম রানার-আপ হয়েছেন দৈনিক জনকন্ঠের  রুমেল খান ও দ্বিতীয় রানার-আপ  হয়েছেন দৈনিক কালবেলার মাহমুদুন্নবী চঞ্চল।