বাসস
  ০৯ আগস্ট ২০২৩, ১৩:২৮

সূর্যের তাপে সিরিজে টিকে থাকলো ভারত

গায়ানা, ৯ আগস্ট ২০২৩ (বাসস) : সূর্যকুমার যাদবের ব্যাটিং তান্ডবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকলো ভারত। প্রথম দুই ম্যাচ জয়হীন থাকার পর গতরাতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ভারত ৭ উইকেটে হারিয়েছেস্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে। ৪৪ বলে ৮৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটার সূর্য। এ ম্যাচে হারের পরও সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। কারন প্রথম দুই ম্যাচ যথাক্রমে- ৪ রানে ও ২ উইকেটে জিতেছিলো ক্যারিবীয়রা।
গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়ে দারুন সূচনা পায় ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে ৪৬ বলে ৫৫ রান তুলেন ক্যারিবীয় দুই ওপেনার ব্রান্ডন কিং ও কাইল মায়ার্স। ২০ বলে ২৫ রান করা মায়ার্সকে শিকার করে ভারতকে প্রথম সাফল্য এনে দেন স্পিনার অক্ষর প্যাটেল।
১টি করে চারÑছক্কায় মারমুখী মেজাজে শুরু করলেও, তিন নম্বরে নামা জনসন চার্লসকে ১২ রানে থামিয়ে দেন স্পিনার কুলদীপ যাদব।
৭৫ রানে দ্বিতীয় উইকেট পতনের পর ক্রিজে কিংয়ের সঙ্গী হন আগের ম্যাচের হিরো নিকোলাস পুরান। ২টি চার ও ১টি ছক্কায় এবারও মারমুখী মেজাজে ইনিংস শুরু করেন পুরান। ১৫তম ওভারে উইকেট ছেড়ে খেলতে গিয়ে স্টাম্প আউট হয়ে কুলদীপের শিকার হন পুরান। তবে আউট হওয়ার আগে ১২ বলে ২০ রান করেন তিনি। একই ওভারে ফিরতি ক্যাচে কিংকেও বিদায় করেন কুলদীপ। ৫টি চার ও ১টি ছক্কায় ৪২ বলে ৪২ রান করেন কিং।
কিংকে ফিরিয়ে  টি-টোয়েন্টিতে ভারতের পক্ষে দ্রুততম ৫০ উইকেট শিকারের রেকর্ড গড়েন কুলদীপ। এজন্য ৩০ ম্যাচ খেলেছেন তিনি। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন ৩৪ ম্যাচে ৫০ উইকেট শিকার করা  স্পিনার যুজবেন্দ্রা চাহাল।  
১৫তম ওভারে ১০৬ রানে ৪ উইকেট হারানো পর অধিনায়ক রোভম্যান পাওয়েল ঝড়ে  নির্ধারিত  ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ রানের লড়াকু সংগ্রহ পায় স্বাগতিকরা।  ১টি চার ও ৩টি ছক্কায় ১৯ বলে অনবদ্য ৪০ রান করেন পাওয়েল। ভারতের কুলদীপ ২৮ রানে ৩ উইকেট নেন।
জবাবে প্রথম ওভারেই অভিষেক ম্যাচ খেলতে নামা যশ^সী জয়সওয়ালকে ১ রানে হারায় ভারত। তিন নম্বরে ব্যাট হাতে নেমেই ওয়েস্ট ইন্ডিজ বোলারদের উপর চড়াও হন সূর্য। এরমধ্যে পঞ্চম ওভারে নামের পাশে ১১ বলে ৬ রান রেখে প্যাভিলিয়নে ফিরেন আরেক ওপেনার শুভমান গিল। ৩৪ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে ভারত।
তবে তৃতীয় উইকেটে তিলক ভার্মাকে নিয়ে চার-ছক্কার তান্ডবে ভারতের রানের চাকা অবলীলায় ঘুড়িয়েছেন সূর্য। ২৩ বলে টি-টোয়েন্টিতে ১৪তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন তিনি। সূর্যের মারমুখী ব্যাটিংয়ে ১১তম ওভারেই শতরান পেয়ে যায় ভারত। ১৩তম ওভারে পেসার আলজারি জোসেফের বলে আউট হওয়া আগে  সূর্য ১০টি চার ও ৪টি ছক্কায় ৪৪ বলে ৮৩ রান করেন। তিলকের সাথে ৫১ বলে ৮৭ রান যোগ করে ভারতের জয়ের পথ সহজ করেন সূর্য।
দলীয় ১২১ রানে সূর্য ফেরার পর ১৩ বল বাকী থাকতে ভারতের জয় নিশ্চিত করেন তিলক ও অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ৩১ বলে অবিচ্ছিন্ন ৪৩ রানের জুটি গড়েন তারা। ৪টি চার ও ১টি ছক্কায় ৩৭ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন তিলক। ১৫ বলে অপরাজিত ২০ রান করেন পান্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের জোসেফ ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন সূর্য।  
আগামী ১২ আগস্ট যুক্তরাষ্ট্রের লডারহিলে সিরিজের চতুর্থ ম্যাচ খেলবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। একই ভেন্যুতে ১৩ আগস্ট হবে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি।