বাসস
  ১০ আগস্ট ২০২৩, ১৬:১৫

পরিবর্তিত সূচিতে তিনটি ম্যাচ খেলতে হচ্ছে বাংলাদেশকে

দুবাই, ১০ আগস্ট ২০২৩ (বাসস) : পূূর্বে ঘোষিত আগামী ওয়ানডে বিশ্বকাপের সূচি থেকে ৯টি ম্যাচের সময় ও তারিখে পরিবর্তন এনেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের তিনটি ম্যাচের সময় ও সূচিতে পরিবর্তন হয়েছে।
পূর্বে ঘোষিত সূচি অনুযায়ী ১০ অক্টোবর বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে ধর্মশালায় অনুষ্ঠিত হবার কথা ছিলো বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচটি। নতুন সূচি অনুযায়ী, ধর্মশালাতেই বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের তারিখ-সময়, দু’টোই পরিবর্তন হয়েছে। ১৪ অক্টোবর চেন্নাইয়ে বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরুর কথা ছিলো। এটি এবার ১৩ অক্টোবর দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচে শুধুমাত্র তারিখ পরিবর্তন হয়েছে। ১২ অক্টোবরের পরিবর্তে এটি এবার অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর। ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে।
গত ২৭ জুন আইসিসি ওয়ানডে বিশ^কাপের সূচি ঘোষনা করে আইসিসি। অক্টোবর ও নভেম্বরে হিন্দু ধর্মালাম্বীদের দু’টি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব থাকার কারনে বিশ^কাপের সূচিতে পরিবর্তনের আভাস পাওয়া গিয়েছিলো।
সূচিতে ১৫ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ ছিলো। কিন্তু ১৫ অক্টোবর থেকে ধর্মীয় উৎসব ‘নবরাত্রি’ শুরু হবে। এজন্য একদিন এগিয়ে ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিশ^কাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটি।
ঘোষিত সূচি অনুযায়ী ১২ নভেম্বর কোলকাতা ইডেন গার্ডেন্সে ম্যাচ ছিলো ইংল্যান্ড-পাকিস্তানের। ১২ নভেম্বর কলকাতার সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব কালী পূজা রয়েছে। এজন্য নতুন সূচিতে ১১ নভেম্বর লড়বে ইংল্যান্ড-পাকিস্তান।
এছাড়াও, ১২ অক্টোবরের পরিবর্তে ১০ অক্টোবর পাকিস্তান-শ্রীলংকা ম্যাচ, ১৩ অক্টোবরের পরিবর্তে ১২ অক্টোবর অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ, ১৪ অক্টোবরের পরিবর্তে ১৫ অক্টোবর ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচ এবং ১১ নভেম্বরের পরিবর্তে ১২ নভেম্বর ভারত-নেদারল্যান্ডস ম্যাচ অনুষ্ঠিত হবে।
৫ অক্টোবর আহমেদাবাদে বিশ^ চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্স-আপ নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ^কাপ। ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ^কাপ মিশন শুরু করবে বাংলাদেশ।
আসন্ন বিশ্বকাপে মোট ১০টি দল অংশ নিবে। স্বাগতিক ভারতসহ বিশ^ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, শ্রীলংকা ও নেদারল্যান্ডস।
বিশ^কাপের চূড়ান্ত সূচি(বাংলাদেশ সময়) :
৫ অক্টোবর : ইংল্যান্ড-নিউজিল্যান্ড, আহমেদাবাদ (দুপুর- ২.৩০)
৬ অক্টেবার : পাকিস্তান-নেদারল্যান্ডস, হায়দারাবাদ (দুপুর- ২.৩০)
৭ অক্টোবর : বাংলাদেশ-আফগানিস্তান, ধর্মশালা (সকাল-১১.০০)
৭ অক্টেবার : দক্ষিণ আফ্রিকা-শ্রীলংকা, দিল্লি (দুপুর- ২.৩০)
৮ অক্টোবর : ভারত-অস্ট্রেলিয়া, চেন্নাই (দুপুর- ২.৩০)
৯ অক্টোবর : নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস, হায়দারাবাদ (দুপুর- ২.৩০)
১০ অক্টোবর : বাংলাদেশ-ইংল্যান্ড, ধর্মশালা (সকাল- ১১টা)
১০ অক্টোবর : পাকিস্তান-শ্রীলংকা, হায়দারাবাদ (দুপুর- ২.৩০)
১১ অক্টোবর : ভারত-আফগানিস্তান, দিল্লি (দুপুর- ২.৩০)
১২ অক্টোবর : অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা, লখনৌ (দুপুর- ২.৩০)
১৩ অক্টোবর : বাংলাদেশ-নিউজিল্যান্ড, চেন্নাই (দুপুর- ২.৩০)
১৪ অক্টোবর : ভারত-পাকিস্তান, আহমেদাবাদ (দুপুর- ২.৩০)
১৫ অক্টোবর : ইংল্যান্ড-আফগানিস্তান, দিল্লি (দুপুর- ২.৩০)
১৬ অক্টোবর : অস্ট্রেলিয়া-শ্রীলংকা, লখনৌ (দুপুর- ২.৩০)
১৭ অক্টোবর : দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস, ধর্মশালা (দুপুর- ২.৩০)
১৮ অক্টোবর : নিউজিল্যান্ড-আফগানিস্তান, চেন্নাই (দুপুর- ২.৩০)
১৯ অক্টোবর : বাংলাদেশ- ভারত, পুনে (দুপুর- ২.৩০)
২০ অক্টোবর : অস্ট্রেলিয়া-পাকিস্তান, ব্যাঙ্গালুরু (দুপুর- ২.৩০)
২১ অক্টোবর : ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, মুম্বাই (দুপুর- ২.৩০)
২১ অক্টোবর : নেদারল্যান্ডস-শ্রীলংকা, লখনৌ (সকাল- ১১.০০)
২২ অক্টোবর : ভারত-নিউজিল্যান্ড, ধর্মশালা (দুপুর- ২.৩০)
২৩ অক্টোবর : পাকিস্তান-আফগানিস্তান, চেন্নাই (দুপুর- ২.৩০)
২৪ অক্টোবর : বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, মুম্বাই (দুপুর- ২.৩০)
২৫ অক্টোবর : অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস, দিল্লি (দুপুর- ২.৩০)
২৬ অক্টোবর : ইংল্যান্ড-শ্রীলংকা, ব্যাঙ্গালুরু (দুপুর- ২.৩০)
২৭ অক্টোবর : পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা, চেন্নাই (দুপুর- ২.৩০)
২৮ অক্টোবর : বাংলাদেশ-নেদারল্যান্ডস, কোলকাতা (দুপুর- ২.৩০)
২৮ অক্টোবর : অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, ধর্মশালা (সকাল- ১১.০০)
২৯ অক্টোবর : ভারত-ইংল্যান্ড, লখনৌ (দুপুর- ২.৩০)
৩০ অক্টোবর : আফগানিস্তান-শ্রীলংকা, পুনে (দুপুর- ২.৩০)
৩১ অক্টোবর : বাংলাদেশ-পাকিস্তান, কোলকাতা (দুপুর- ২.৩০)
১ নভেম্বর : নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, পুনে (দুপুর- ২.৩০)
২ নভেম্বর : ভারত-শ্রীলংকা, মুম্বাই (দুপুর- ২.৩০)
৩ নভেম্বর : আফগানিস্তান-নেদারল্যান্ডস, লখনৌ (দুপুর- ২.৩০)
৪ নভেম্বর : নিউজিল্যান্ড-পাকিস্তান, ব্যাঙ্গালুরু (সকাল- ১১.০০)
৪ নভেম্বর : ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, আহমেদাবাদ (দুপুর- ২.৩০)
৫ নভেম্বর : ভারত-দক্ষিণ আফ্রিকা, কোলকাতা (দুপুর- ২.৩০)
৬ নভেম্বর : বাংলাদেশ-শ্রীলংকা, দিল্লি (দুপুর- ২.৩০)
৭ নভেম্বর : অস্ট্রেলিয়া-আফগানিস্তান, মুম্বাই (দুপুর- ২.৩০)
৮ নভেম্বর : ইল্যান্ড-নেদারল্যান্ডস, পুনে (দুপুর- ২.৩০)
৯ নভেম্বর : নিউজিল্যান্ড-শ্রীলংকা, ব্যাঙ্গালুরু (দুপুর- ২.৩০)
১০ নভেম্বর : দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান, আহমেদাবাদ (দুপুর- ২.৩০)
১১ নভেম্বর : ইংল্যান্ড-পাকিস্তান, কোলকাতা (দুপুর- ২.৩০)
১১ নভেম্বর : বাংলাদেশ-অস্ট্রেলিয়া, পুনে (সকাল- ১১.০০)
১২ নভেম্বর : ভারত-নেদারল্যান্ডস, ব্যাঙ্গালুরু (দুপুর- ২.৩০)
১৫ নভেম্বর : প্রথম সেমিফাইনাল, মুম্বাই (দুপুর- ২.৩০)
১৬ নভেম্বর : দ্বিতীয় সেমিফাইনাল, কোলকাতা (দুপুর- ২.৩০)
১৯ নভেম্বর : ফাইনাল, আহমেদাবাদ (দুপুর- ২.৩০)