শিরোনাম
মুম্বাই, ১১ আগস্ট ২০২৩ (বাসস) : আগামী ৫ অক্টোবর ঘরের মাঠে শুরু শুরু হতে যাওয়া আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আগে বেশ কয়েকটি বিষয়ে চিন্তিত স্বাগতিক ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। ইনজুরির কারণে দলের মূল খেলোয়াড়দের বেশ কয়েকজন বিশ^কাপে অনিশ্চিত। তাদের না থাকাটা চিন্তার ভাঁজ ফেলেছে রোহিতের কপালে। বড় চিন্তাটা যে ব্যাটিং লাইন আপের চার নম্বর পটজিশনে সেচা অকপটেই স্বীকার করলেন রোহিত।
ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে তিন মিডল অর্ডার ব্যাটার লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার ও ঋষভ পান্থ। ইনজুরি থেকে সুস্থ হয়ে দীর্ঘদিন পর দলে ফিরেছেন পেসার জসপ্রিত বুমরাহ। দলের আসন্ন আয়ারল্যান্ড সিরিজে ফিটনেসের আসল পরীক্ষায় নামতে হবে বুমরাহকে।
তিন ব্যাটার রাহুল-আইয়ার ও পান্থের না থাকাটা চিন্তায় ফেলেছে রোহিতকে। কারন ভারতের ব্যাটিং লাইন-আপে চার নম্বরে ভরসার নাম ছিলেন তারা। রাহুল-আইয়ার-পান্থরা ইনজুরিতে পড়ার পর চার নম্বরে অনেক ব্যাটারকে খেলালেও সমাধানের পথ পায়নি ভারত।
২০১৯ সালের বিশ^কাপেও চার নম্বর ব্যাটিং পজিশন নিয়ে বিপাকে পড়েছিলো ভারত। অথচ তার আগে এই পজিশন ভালোভাবে সামাল দিয়েছিলেন যুবরাজ সিং। বিষয়টি উল্লেখ করে বলেন, ‘যুবরাজের পর কেউ এই পজিশনে থিতু হতে পারেনি।’
মুম্বাইয়ে লা লিগার একটি অনুষ্ঠানে উপস্থিত থেকে রোহিত বলেন, ‘দেখুন, চার নম্বর জায়গাটা দীর্ঘ দিন ধরে আমাদের জন্য একটি বড় সমস্যা। দীর্ঘ দিন এই পজিশনে ব্যাটিং করেছিলো আইয়ার এবং সে ভালোও করেছিলো। এখানে তার পরিসংখ্যানও বেশ ভালো।’
তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যবশত ইনজুরি একটু বেশি ভোগাচ্ছে আইয়ারকে। গত ৪-৫ বছরে এটাই ঘটেছে। খেলোয়াড়দের অনেকেই ইনজুরিতে পড়েছে এবং সব সময় আপনি এখানে নতুন কাউকে খেলতে দেখবেন ও তারা খেলেছে।’
গত কয়েক বছর খেলোয়াড়দের ইনজুরি নিয়ে হতাশা ঝড়েছে রোহিতের কন্ঠে, ‘গত ৪-৫ বছরে যে হারে ইনজুরি হয়েছে তার তালিকাটা বেশ লম্বা । যখন খেলোয়াড়রা ইনজুরিতে পড়ে বা তাদের পাওয়া যায় না, তখন আপনাকে ভিন্ন খেলোয়াড় নিয়ে ভিন্ন কিছুর চেষ্টা করতে হবে। চার নম্বর পজিশন নিয়ে আমার এটিই বলার আছে।’
২০১৯ সালের বিশ^কাপের পর চার নম্বর পজিশনে ১১ ব্যাটারকে খেলিয়েছে ভারত। এরমধ্যে ১০ বার করে এই পজিশনে ব্যাটিং করেছেন আইয়ার ও পান্থ। এ ব্যাপারে রোহিত বলেন, ‘এই পজিশনে অনেকেই এসেছে, আবার বাদও পড়েছে। ইনজুরি তাদের ছিটকে দিয়েছে বা তারা খেলার জন্য প্রস্তুত ছিলো না বা ফর্ম হারিয়েছে।’
আইয়ার ও রাহুলের ইনজুরি নিয়ে রোহিত বলেন, ‘আইয়ার এবং রাহুল চার মাস ধরে ২২ গজের বাইরে। বড় ইনজুরি তাদের। এজন্য অস্ত্রোপচারও করিয়েছে তারা। আমাকেও একবার অস্ত্রোপচার করতে হয়েছিলো। আমি জানি, এ অবস্থায় কেমন লাগে। এই সময়টা খুব কঠিন। শেষ পর্যন্ত আমাদের আমাদের দেখতে হবে,। তারা সুস্থ হয়ে উঠতে পারে কিনা।’
রোহিত জানান, দলে কারো সুযোগ পাওয়ঢাটাই অবধারিত নয় বা কেউই অটোমেটিক পছন্দ নয়। এমনকি তিনি নিজেও নন। এশিয়া কাপের দল নির্বাচনের জন্য খুব শীঘ্রই নির্বাচকদের আলোচনা হবে।
রোহিত বলেন, ‘আমরা অনেক নাম পেয়েছি। বিশ্বকাপের জন্য আমাদের সঠিক দল বাছাই করতে হবে। তবে তার আগে আমাদের এশিয়া কাপ আছে।’
রোহিত ইঙ্গিত দেন, বিশ^কাপ দলে জায়গা পাবার জন্য এশিয়া কাপে পারফর্ম করার জন্য চাপ থাকবে বেশ কিছু খেলোয়াড়ের উপর।
রোহিত বলেন, ‘আমরা শিরোপা জিততে চাই, কিন্তু একই সাথে অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমাদের দরকার। এশিয়া কাপে বড় দলের বিপক্ষে চাপের মধ্যে কিছু খেলোয়াড়ের ব্যাটিং দেখতে চাই আমি।
তিনি আরও বলেন, ‘আমি এখনও এসব বিষয় দেখতে চাই। এজন্য আমরা অপেক্ষা করবো এবং কি ঘটে। এটি খুবই ভালো যে, একজন বা দু’জনের চেয়ে অনেকগুলো নাম আছে। প্রথমত সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমি আশা করছি যথাসময়েই তারা ফিট হয়ে উঠবে।’