শিরোনাম
মাদ্রিদ, ১২ আগস্ট ২০২৩ (বাসস/এএফপি): লা লিগা মৌসুমের সুচনা ম্যাচেই ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়াকে হারিয়ে দিয়েছে ভ্যালেন্সিয়া। শুক্রবার স্প্যানিশ শীর্ষ লীগের উদ্বোধনী ম্যাচে ২-১ গোলে জয় পায় ভ্যালেন্সিয়া।
গত মৌসুমে মাত্র দুই পয়েন্টের ব্যবধানে রেলিগেশনের খড়গ থেকে মুক্তি পাওয়া ভ্যালেন্সিয়া ম্যাচের বয়স ঘন্টার পেরুনোর মুহুর্তেই লিড পায়। পর্তুগীজ সতীর্থ আন্দ্রে আলমেইডার চমৎকার যোগান থেকে ৬০ মিনিটে দর্শনীয় হেডে গোল করেন গিনির আন্তর্জাতিক ডিফেন্ডার মুকটার দিয়াখাবি।
নয় মিনিট পরেই (৬৯ মি.) গোলটি পরিশোধ করে সমতায় ফিরে আসে সেভিয়া। সুসোর ক্রসের বল দর্শনীয় হেডে জালে জড়িয়ে দেন মরোক্কান স্ট্রাইকার ইউসেফ এন নেসরি । তবে ম্যাচের ৮৮ মিনিটে হুগো ডুরোর বানিয়ে দেওয়া বলে ভ্যালেন্সিয়াকে ফের এগিয়ে দেন জাভি গুয়েরা।
জার্সি খুলে ফেলার কারণে ফরাসি লইচ বেড ৮১ মিনিটে লাল কার্ড দেখায় শেষ দিকে অন্তত ১০ মিনিট একজন কম খেলোয়াড় নিয়ে খেলতে হয়েছে সেভিয়াকে।
আরেক ম্যাচে ২-০ গোলে আলমেরিয়াকে হারিয়ে পুর্ন ৩ পয়েন্ট লাভ করেছে রয়ো ভায়েকানো। মাত্র ১ পয়েন্টে গত মৌসুমের রেলিগেশন থেকে রক্ষা পাওয়া ভায়েকানোর দুটি গোলই এসেছে পেনাল্টি থেকে।