বাসস
  ১২ আগস্ট ২০২৩, ১৯:৫৩

বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে ফেরার ইচ্ছা নেই উইলিয়ামসনের 

অকল্যান্ড, ১২ আগস্ট ২০২৩ (বাসস) : ওয়ানডে বিশ^কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফেরার কোন ইচ্ছা নেই নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের। তার মতে, আন্তর্জাতিক ক্রিকেটে খেলার জন্য যে ধরনের ফিটনেস ও মানসিকভাবে আত্মবিশ^াসী হওয়া দরকার, তাতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে ফেরাটা অনেক বেশি তাড়াহুড়া হয়ে যাবে। 
গত মার্চে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়ে এখনও মাঠে ফিরতে পারেননি উইলিয়ামসন। ভারতের মাটিতে আগামী ওয়ানডে বিশ^কাপে উইলিয়ামসনের অংশগ্রহন এখনও অনিশ্চিত। তবে বিশ^কাপের আগে ফিট হতে পরিশ্রম করে যাচ্ছেন তিনি। কিন্তু কোন রকম ঝুঁকি নিতে চান না উইলিয়ামসন। 
বিশ^কাপের আগে বাংলাদেশের মাটিতে শেষ ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। ঐ সিরিজ দিয়ে আবারও ২২ গজে ফেরার কোন লক্ষ্য স্থির করেননি উইলিয়ামসন। ওভালে সাংবাদিকদের তিনি বলেন, ‘ব্যাপারটা মোটেও সহজ নয়। আগেভাগে ফেরার কোন লক্ষ্য আপনি ঠিক করতে পারেন। কিন্তু সুস্থ হয়ে ওঠা নির্ভর করে অনেক বিষয়ের  ওপড়। স্ট্রেংথ-মুভমেন্ট ও আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হয়। কিন্তু সবার কিছুর চেয়ে সুস্থ হয়ে উঠতে হবে ও অনেক কিছু পর্যবেক্ষণ করতে হবে। সবকিছু বিবেচনায় এই সিরিজটি (বাংলাদেশের বিপক্ষে) বেশ তাড়াহুড়া হয়ে যায়।’
বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে চিন্তা কম থাকলেও, বিশ^কাপে খেলার আশা ছাড়েননি উইলিয়ামসন। দ্রুত মাঠে ফিরতে বিশ^কাপ বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে উইলিয়ামসনকে, ‘বিশ্বকাপের মতো কিছু মাথায় থাকলে সেটি আপনাকে উজ্জীবিত করবে ও আপনি উন্নতি দেখতে চাইবেন।’
উইলিয়ামসন আরও বলেন, ‘বিশ্বকাপ সব সময় বিশেষ কিছু। মাঠে কবে ফিরতে পারবো, এই মুর্হূতে এটি নিয়ে কিছু বললে কেবল অনুমান করা হবে। এখনো অনেক কাজ বাকি। আপাতত আমাকে যে কাজ দেওয়া হয়েছে, ফিজিও-নিউজিল্যান্ড ক্রিকেট ও সাপোর্ট স্টাফের সাথে সেগুলো অনুসরণ করছি। এটিও কঠিন। কারণ কোনো দিন বেশ ভালো যায়, কোনো দিন আবার একটু ভিন্ন।’
এ মাসের শেষের দিকে ইংল্যান্ড সফরে যাবে নিউজিল্যান্ড দল । ইংলিশদের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে কিউইরা। সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে না থাকলেও দলের সাথে যাবেন উইলিয়ামসন। ইংল্যান্ডেই পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করবেন তিনি। 
২০১৯ সালে সর্বশেষ বিশ^কাপে উইলিয়ামসনের নেতৃত্বে ফাইনালে উঠেছিলো নিউজিল্যান্ড। শিরোপা নির্ধারনী ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে যায় নিউজিল্যান্ড। আগামী বিশ^কাপের উদ্বোধনী ম্যাচে ৫ অক্টোবর চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে নিউজিল্যান্ড।