শিরোনাম
লন্ডন, ১৬ আগস্ট ২০২৩ (বাসস/এএফপি) : হ্যামস্ট্রিং ইনজুরির কারনে ম্যানচেস্টার সিটি তারকা কেভিন ডি ব্রুইনা পুরো মৌসুমের জন্য ছিটকে যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। মৌসুমের শুরুতেই দলের অন্যতম নির্ভরযোগ্য এই মিডফিল্ডারের ইনজুরির পর সিটি বস পেপ গার্দিওলা বলেছেন কঠিন সূচীর কারনে খেলোয়াড়রা মানসিক ও শারিরীকভাবে মোটেই বিশ্রাম পাচ্ছেনা।
শুক্রবার প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচে বার্নলির বিরুদ্ধে ডি ব্রুইনা ইনজুরিতে পড়েন। ম্যাচটিতে বর্তমান চ্যাম্পিয়নরা ৩-০ গোলে জয়ী হয়। মাত্র দুই মাস আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানের বিরুদ্ধে ৩২ বছর বয়সী এই বেলজিয়ান তারকা প্রায়ই একই ধরনের ইনজুরিতে পড়েছিলেন। এথেন্সে সেভিয়ার বিরুদ্ধে সিটির উয়েফা সুপার কাপের ম্যাচকে সামনে রেখে গার্দিওলা বলেছেন, ‘এটা গুরুতর ইনজুরি। অস্ত্রোপচার প্রয়োজন হবে কিনা এ ব্যপারে এখন সিদ্ধান্ত নিতে হবে। অস্ত্রোপচার হলে অন্তত তিন থেকে চার মাস তাকে বিশ্রামে থাকতে হবে।’
ফুটবলের নতুন মৌসুমকে সামনে রেখে ডি ব্রুইনা হাই-প্রোফাইনাল খেলোয়াড়দের ইনজুরির তালিকা দীর্ঘ করেছেন। চেলসিল ক্রিস্টোফার এনকুকু শিকাগোতে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে বাজে মাঠে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন। পরবর্তীতে তার হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে। আর্সেনালের ৪০ মিলিয়ন পাউন্ডের নতুন ডিফেন্ডার জুরিয়েন টিম্বার ও এ্যাস্টন ভিলার দুই মিডফিল্ডার টাইরন মিংস ও এমি বুয়েনডিয়া গুরুতর লিগামেন্ট ইনজুরিতে ভুগছেন।
গার্দিওলা বলেন, ‘বার্সেলোনার হয়ে আমার প্রথম মেয়াদে প্রাক মৌসুমের প্রস্তুতিতে প্রথম ম্যাচের আগে আমরা ২৫ দিন সময় পেয়েছিলাম। এই মৌসুমে আমরা প্রথম ম্যাচের আগে মাত্র চার থেকে পাঁচদিন সময় পেয়েছি। মৌসুমের শুরুতেই ইনজুরির তালিকা দেখলে প্রমান হবে প্রত্যেকেই গুরুতর লিগামেন্ট ইনজুরিতে ভুগছেন। ক্লাবের কারনে তাদেরকে মৌসুমের প্রস্তুতিতে এশিয়া, যুক্তরাষ্ট্র সফর করতে হচ্ছে। সেখানে তারা সত্যিকার অর্থেই কঠিন ম্যাচ খেলছে, একইসাথে সেখানকার মাঠগুলোও উন্নত নয়। যে কারনে খেলোয়াড়দের ইনজুরিতে পড়তে হচ্ছে। অথবা যথাযথ বিশ্রামের সুযোগ না পাওয়ায় খেলোয়াড়রা ইনজুরিত পড়ছে।’
ইতোমধ্যেই সিটি ছেড়ে অন্যত্র পাড়ি জমিয়েছে গত আসরের সিটির অন্যতম দুই সম্ভাবনাময় এ্যাটাকিং খেলোয়াড়। ইকে গুনডোগান বার্সেলোনায় ও রিয়াদ মাহরেজ সৌদি ক্লাব আল-আহলিতে যোগ দিয়েছেন। ইংলিশ চ্যাম্পিয়নরা ওয়েস্ট হ্যাম থেকে লুকাস পাকুয়েটাকে আনার চেষ্টা করছে। যদিও গার্দিওলা নতুন মৌসুমে দলে কোন এ্যাটাকিং মিডফিল্ডার আনতে অস্বীকৃতি জানিয়েছেন। এখনো তিনি ফিল ফোডেন ও জুলিয়ান আলভারেজের উপর নির্ভল করতে চাচ্ছেন। কিন্তু দলে ডি ব্রুইনার অভাব পূরণ অসম্ভব বলেই মন্তব্য করেছেন সিটি বস, ‘কেভিনের আলাদা কিছু গুণ রয়েছে। দীর্ঘ সময়ের জন্য তাকে হারানো সত্যিই কঠিন। একইসাথে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। কেভিনের অভাব পূরণ করাটা কঠিন। কিন্তু আমাদের দলে ভিন্ন মানের খেলোয়াড়ও রয়েছে।’