শিরোনাম
সিডনি, ১৯ আগস্ট ২০২৩ (বাসস) : অস্ট্রেলিয়ার সামনে ষষ্ঠ ওয়ানডে বিশ^কাপ জয়ের সুযোগ দেখছেন দেশটির সাবেক মিডল অর্ডার ব্যাটার মাইক হাসি। ২০০৭ বিশ^কাপ জয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য হাসির মতে, আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ^কাপ জয়ের সুযোগ আছে অস্ট্রেলিয়ার। অনেক দিন ধরে একসাথে খেলছে বেশ কিছু খেলোয়াড়। তাদের অভিজ্ঞতার সাথে তরুণদের উপস্থিতি বিশ^কাপ জয়ে অস্ট্রেলিয়াকে অনেকখানি এগিয়ে রাখবে।
বিশ^কাপের মঞ্চে সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ ও ২০১৫ পাঁচবার বিশ^কাপ জিতেছে অস্ট্রেলিয়া। বিশ^কাপের পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত আছে অসিদের। এখ নপর্যন্ত বিশ^কাপের ৯৪ ম্যাচে সর্বোচ্চ ৬৯টি ম্যাচ জিতেছে অসিরা।
২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত বিশ^কাপের সেমিফাইনালে উঠলেও ইংল্যান্ডের কাছে হেরে যায় অস্ট্রেলিয়া। ঐ বিশ^কাপে খেলা বেশ কিছু খেলোয়াড় আসন্ন বিশ^কাপের দলেও থাকছেন। এটি অসিদের জন্য সবচেয়ে বেশি ইতিবাচক বলে মনে করেন হাসি।
তিনি বলেন, ‘আমার মনে হয় বিশ^কাপ জয়ের দুর্দান্ত সুযোগ রয়েছে অস্ট্রেলিয়ার। কারণ দীর্ঘ সময় ধরে একই গ্রুপের খেলোয়াড়দের ধরে রাখতে পেরেছে তারা। সেসব খেলোয়াড়রা খুব ভালোভাবে জানে, তাদের কি করতে হবে এবং দলের জন্যও ধারাবাহিকভাবে ভালো করছে তারা।’
গত মার্চে ভারতের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলো অস্ট্রেলিয়া। বিশ^কাপ ভারতের মাটিতে হওয়ায়, ঐ সিরিজের জয় বাড়তি অনুপ্রেরণা দিবে অসিদের বলে জানান হাসি।
তিনি বলেন, ‘আমার মনে হয়, ছোট বিষয়গুলো ভিন্নভাবে করার চেষ্টা করছে। ভারতের কন্ডিশনে টিম ইন্ডিয়ার বিপক্ষে দারুন পারফরমেন্স করেই সিরিজ জিতেছে তারা। ঐ সিরিজের সাফল্য আসন্ন বিশ্বকাপে দারুণ আত্মবিশ্বাস দিবে দলকে।’
বিশ^কাপে অস্ট্রেলিয়ার দুর্দান্ত রেকর্ডের কথাও মনে করিয়ে দেন হাসি। তিনি বলেন, ‘বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দারুণ ইতিহাস আছে। আমি জানি, বিশ^কাপে ভালো করতে দৃঢ়প্রতিজ্ঞ থাকবে তারা।’
বিশ^কাপের সেমিফাইনালিস্ট, বা ফাইনালিস্ট হিসেবে ভবিষ্যদ্বাণী করছেন অনেক সাবেক ক্রিকেটার। কিন্তু সেই ভবিষ্যদ্বাণী করাটা কঠিন বলে মনে করেন হাসি। তার মতে, বিশ^কাপে আরও অনেক ভালো দল আছে। তারাও বিশ^কাপের অন্যতম দাবীদার। কিন্তু অস্ট্রেলিয়ার ভালো সুযোগ আছে।
হাসি বলেন, ‘এখানে আরও অনেক ভালো দল আছে। এখান থেকে সেরা দল বাছাই করা সত্যিই কঠিন। কিন্তু আমি মনে করি, সেখানে অস্ট্রেলিয়ার বড় সুযোগ থাকবে।’
প্রথম দল হিসেবে বিশ^কাপের জন্য প্রাথমিক স্কোয়াড ইতোমধ্যে ঘোষনা করেছে অস্ট্রেলিয়া। দলে সুযোগ হয়নি ব্যাটার মার্নাস লাবুশেনের। ১৮ সদস্যের দলে চমক হিসেবে আছে নতুন মুখ স্পিনার তানভীর সাঙ্ঘা। ভারতের মাটিতে স্পিন বড় ভূমিকা রাখবে বলে মনে করেন হাসি।
বর্তমানে অস্ট্রেলিয়ার সেরা স্পিনার এডাম জাম্পা ও অলরাউন্ডার মিচেল মার্শকে নিয়ে আশাবাদি হাসি, ‘অস্ট্রেলিয়ার হয়ে পুরো টুর্নামেন্টে বড় ভূমিকা রাখতে পারে জাম্পা। গত কয়েক বছর ধরেই দারুণ পারফর্ম করছে সে। এমনকি আমি মনে করি, বড় প্রভাব রাখতে পারে মিচেল মার্শও। সে এখন টপ থ্রিতে ব্যাটিং করে এবং সেখানে আত্মবিশ্বাস দেখিয়েছে। যদি সে তার আত্মবিশ্বাস ধরে রাখতে পারে তাহলে তাকে থামানো কঠিনই হবে।’
৮ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ^কাপ মিশন শুরু করবে অস্ট্রেলিয়া।