শিরোনাম
ঢাকা, ১৯ আগস্ট ২০২৩ (বাসস) : নির্বাচক হাবিবুল বাশার সুমন আজ স্পস্ট করে জানিয়ে দিয়েছেন, অভিজ্ঞতা এবং পারফরমেন্স বিবেচনায় ভারতের মাটিতে আগামী বিশ্বকাপের আগে তামিম ইকবালকে ফিট দেখতে চায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেল।
বিশ্বকাপ দলে তামিমকে চাইলেও অন্য দিকে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে নির্বাচকদের কোন পরিকল্পনা নেই বলেও জানান সুমন।
আসন্ন এশিয়া কাপের দলে নেই বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা খেলোয়াড় তামিম ও মাহমুদুল্লাহ। ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন তামিম।
অন্যদিকে,ব্যাটিংয়ে ধার কমে যাওয়ার পাশাপাশি ফিল্ডিং নড়বড়ে হওয়ায় এখন আর মাহমুদুল্লাহকে নিয়ে ভাবছে না নির্বাচকরা।
আজ তামিমকে নিয়ে সুমন বলেন, ‘সে কঠোর পরিশ্রম করছে ও অনেক চেষ্টা করছে ফিরে আসার জন্য। আমার মনে হয় সময়ের আগেই ফিরে আসবে। আমি আত্মবিশ্বাসী, বিশ^কাপের আগে নিউজিল্যান্ড সিরিজেই তাকে আমরা পাবো। কারণ বিশ্বকাপের জন্য তামিমকে আমাদের ভীষণ দরকার। আমাদের বিশ^কাপ পরিকল্পনার ক্ষেত্রে তামিমের অভিজ্ঞতা, পারফরমেন্স খুবই দরকার।’
তামিমের মতো মাহমুদুল্লাহরও অভিজ্ঞতা বিষয়টি মনে করিয়ে দিলে নীরব থাকেন হাবিবুল। তিনি বলেন, ‘আমি মনে করি প্রশ্নটি আগেও অনেকবার করা হয়েছে। এই বিষয়টি পরিস্কার করা হয়েছে। এশিয়া কাপের জন্য আমাদের এখন যে দলটি আছে তা নিয়ে চিন্তা করা এবং তাদের নিয়ে আমাদের পরিকল্পনা করাই ভালো।’
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আশানুরুপ পারফরমেন্স করতে না পারায় আয়ারল্যান্ড সিরিজের আগে বিশ্রামের নামে বাদ পড়েন মাহমুদুল্লাহ।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও দলে ছিলেন না মাহমুদুল্লাহ। তার পরিবর্তে দলে দলে সুযোগ পাওয়া তাওহিদ হৃদয় ভালো পারফরমেন্স করেছেন। এজন্য তার উপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।
মাহমুদুল্লাহ’র পজিশনে খেলছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। ভালো পারফরমেন্সই করেছেন তিনি। হৃদয় ও মুশফিক ভলো করায় মাহমুদুল্লাহর ফেরাটা কঠিন হয়ে পড়েছে।
অন্যদিকে, একজন ওপেনার হিসাবে বিবেচনা করা হচ্ছে তামিমকে। কিন্তু টিম ম্যানেজমেন্ট তার বিকল্প পায় না।
কিন্তু মাহমুদুল্লাহকে এখনই পুরোপুরি বাদ দেননি হাবিবুল। এখনও ফেরার সুযোগ আছে তার।
তামিম ও মাহমুদুল্লাহসহ আট ক্রিকেটারকে নিয়ে স্পেশাল ক্যাম্প করার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিশ্বকাপের কথা বিবেচনা করে ব্যাকআপ ক্রিকেটারদের প্রস্তুত করতেই এই ক্যাম্পের পরিকল্পনা বোর্ডের। আগামীকাল রবিবার থেকে এই ক্যাম্প শুরু হচ্ছে।
সুমন বলেন, ‘বিশ্বকাপের বাকি দুই মাস। এই সময় অনেকেরই ইনজুরি নিয়ে উদ্বেগ থাকতে পারে। সবকিছু মাথায় রেখে, আমাদের ৩০-৩২ জন খেলোয়াড়ের একটি পুল আছে এবং সকলেই অনুশীলনের জন্য সেখানে আছে। যদি প্রয়োজন হয়, আমি বলতে চাচ্ছি যদি কেউ দুর্ভাগ্যবশত ইনজুরিতে পড়ে, আমরা নিশ্চিত করতে চাই আমাদের ব্যাক-আপ আছে।’
তিনি আরও বলেন, ‘যেহেতু আমাদের এখন কোন ঘরোয়া ক্রিকেট নেই, কেউ ক্রিকেটও খেলছে না। এই সময়ে সবাইকেই অনুশীলনে রাখা জরুরি। আসলে এটাই পরিকল্পনা।’
তামিম-মাহমুদুল্লাহর পাশাপাশি ক্যাম্পে থাকছেন তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, মোসাদ্দেক হোসেন, তানজিম হাসান সাকিব, সাইফ হাসান ও জাকির হাসান।
অনুশীলন শুরু করলেও এশিয়া কাপ থেকে বাদ পড়ার পর প্রস্তুতি বন্ধ করেছেন মাহমুদুল্লাহ।