বাসস
  ২২ আগস্ট ২০২৩, ১৪:৫৮

ইউনাইটেড ছাড়ছেন গ্রীনউড

লন্ডন, ২২ আগস্ট ২০২৩ (বাসস/এএফপি) : যৌন নিপীড়নের অভিযোগে পারস্পরিক সম্মতিতেই ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে যাচ্ছেন স্ট্রাইকার ম্যাসন গ্রীনউড। সোমবার ক্লাবের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়েছে। 
এক তরুনীকে যৌন নির্যাতনের চেস্টা এবং তার ছবি ও ভিডিও অনলাইনে পোস্ট করার অভিযোগে ২১ বছর বয়সী এই ফরোয়াডর্কে ২০২২ সালের ৩০ জানুয়ারি থেকে নিষিদ্ধ করে রেখেছে প্রিমিয়ার লিগের জায়ান্টরা। যদিও ফৌজদারী অপরাধে মামলা থেকে অব্যহতি দেয়া হয়েছে তাকে। 
ফেব্রুয়ারিতে আইনজীবিরা জানান, মূল সাক্ষ্মী তার নাম প্রত্যাহার করে নেয়ায় এবং অন্য অভিযোগগুলো হাল্কা হওয়ায় তার যৌনাচারের চেস্টার অভিযোগ প্রত্যাহার করে নেয়া হয়।
সোমবারের সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনাইটেড জানায়, ‘ম্যাসনসহ যারা জড়িত, ইউনাইটেডে তাদের ক্যারিয়ার পুনরায় শুরু করা কঠিন হবে বলেই স্বীকার করেছেন তারা।’ 
ফলে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে ওল্ড ট্রাফোর্ড থেকে তাকে বিদায় জানানো হচ্ছে। ২০২৫ সালের জুন পর্যন্ত ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ রয়েছে গ্রীনউডের। তিনি বলেন, ‘যে বিষয়ে আমাকে অভিযুক্ত করা হয়েছে তার সঙ্গে আমি জড়িত নই। ফেব্রুয়ারিতে সব অভিযোগ থেকে আমাকে মুক্তি দেয়া হয়েছে। 
তবে এই সম্পর্ক যে ভুল ছিল সে বিষয়ে আমি সম্পূর্ণ একমত। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়া নিয়ে সৃষ্ট পরিস্থিতির বিষয়ে নিজের আংশিক দায় এড়ানো যায় না। দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমাদের সবার জন্যই এটি সেরা সিদ্ধান্ত। ওল্ড ট্রাফোর্ডের সঙ্গে দূরত্ব বজায় রেখে ক্যারিয়ার অব্যাহত রাখলে ক্লাবকে বিভ্রান্তিতে পড়তে হবে না।’