শিরোনাম
হাম্বানটোটা, ২৪ আগস্ট ২০২৩ (বাসস) : ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ রানের জুটি গড়লেন দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান।
চলমান সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ হাম্বানটোটায় টস জিতে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান। উদ্বোধনী জুটিতে ২৪১ বলে ২২৭ রান তুলেন আফগান গুরবাজ ও জাদরান।
৪০তম ওভারের পঞ্চম বলে জাদরানকে শিকার করে জুটি ভাঙ্গেন পাকিস্তানের লেগ স্পিনার উসামা মির। ৬টি চার ও ২টি ছক্কায় ১০১ বলে ৮০ রান করে আউট হন জাদরান।
ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে জুটিতে আফগানিস্তানের আগের সর্বোচ্চ রান ছিলো ৯৪। ২০১৮ সালে আবু ধাবিতে চতুর্থ উইকেটে ৯৪ রান করেছিলেন আসগর আফগান ও হাশমতুল্লাহ শাহিদি।
পাকিস্তানের বিপক্ষে যেকোন দলের যেকোন উইকেট জুটিতে গুরবাজ-জাদরানের ২২৭ রান ষষ্ঠস্থানে জায়গা করে নিয়েছে।
এই নিয়ে দ্বিতীয়বারের মত ওয়ানডেতে জুটিতে ২শ বা তার বেশি রান তুললেন গুরবাজ ও জাদরান। এ বছরের জুলাইয়ে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ২৫৬ রান যোগ করেছিলেন গুরবাজ ও জাদরান। ঐ ম্যাচে গুরবাজ ১৪৫ ও জাদরান ১০০ রানে আউট হন। ম্যাচটি ১৪২ রানের বড় ব্যবধানে জিতেছিলো আফগানিস্তান।