বাসস
  ২৬ আগস্ট ২০২৩, ২১:০৪

লিটনের ফর্ম নিয়ে চিন্তিত নন হাথুরুসিংহে

ঢাকা, ২৬ আগস্ট ২০২৩ (বাসস) : ব্যাট হাতে বর্তমান  সময়টা ভাল না কাটলেও  লিটন দাসের  ফর্ম নিয়ে মোটেও চিন্তিত নন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। 
গেল তিন বছরের পারফরমেন্সে নিঃসন্দেহে বাংলাদেশের সেরা ব্যাটার লিটন। কিন্তু সম্প্রতি কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি এবং লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) ব্যাট হাতে জ¦লে উঠতে পারেননি তিনি। 
কানাডার টুর্নামেন্টে ১টি হাফ-সেঞ্চুরিতে নয় ইনিংসে ১৫২ রান করেন লিটন। এলপিএলে তিন ইনিংসে লিটনের ব্যাট থেকে আসে ৩৪ রান। তামিম ইকবালের অনুপস্থিতিতে ওপেনিংয়ে বাংলাদেশকে ভালো শুরু এনে দেয়ার পুরো দায়িত্ব লিটনের। কিন্তু এশিয়া কাপের আগে তার অফ ফর্ম চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। 
তবে আসন্ন এশিয়া কাপ ওয়ানডে ফরম্যাটে হবার কারনে টি-টোয়েন্টির ম্যাচ দিয়ে লিটনের ফর্ম বিচার করতে রাজি নন হাথুরুসিংহে।
আজ হাথুরুসিংহে বলেন, ‘এই মুহূর্তে তার ফর্ম নিয়ে আমার কোনো চিন্তা নেই। কারণ সে কানাডা এবং শ্রীলংকায় কয়েকটি টুর্নামেন্টে খেলেছে। সেগুলো ছিল  টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচ।’
তিনি আরও বলেন, ‘সে অনুশীলনে কঠোর পরিশ্রম করছে। আপনি সাম্প্রতিক টুর্নামেন্টগুলোর দিকে তাকালে দেখবেন  তার খেলা ম্যাচগুলোতে  উইকেট ভালো ছিলো না। বড় স্কোর হয়নি। বিশেষভাবে কানাডায়। শ্রীলংকাতেও কিছুটা ছিলো। উইকেটের প্রভাব এখানে ছিল। হ্যাঁ, অমাদের চাওয়া চাই এশিয়া কাপ ও বিশ্বকাপে বড় ভূমিকা রাখুক সে। আশা করি, সে করে প্রমান দিতে সক্ষম হবে।’
বাংলাদেশের সমর্থকদের উদ্বেগের বিষয় হলো-বেশিরভাগ সময় ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেন না লিটন। বাংলাদেশের প্রধান কোচের প্রত্যাশা-গুরুত্বপূর্ণ সময়ে জ¦লে উঠবেন লিটন। 
লিটনের প্রতি আস্থা রেখে হাথুরুসিংহে বলেন, ‘সে আরও ভাল করতে পারতো। আমরাও মনে করি, সে যা দেখাচ্ছে তার চেয়ে বেশি করতে পারে সে। অবশ্যই নিজের  দুই বছর আগের ফর্ম আমাদের দেখাবেন। তখন সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। এজন্য তার কাছ থেকে আমরা তেমন পারফরমেন্সই আশা করছি।’
লিটনের অফ ফর্মের চেয়েও ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়া  পেসার এবাদত হোসেনের অনুপস্থিতি নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত হাথুরুসিংহে।
এবাদতকে ইমপ্যাক্ট বোলার হিসেবে অভিহিত করে হাথুরু বলেন, ‘এবাদত আমাদের ইমপ্যাক্ট বোলারদের একজন। গত কয়েকটি সিরিজে আমরা যে পাঁচজন পেসার নিয়ে খেলেছি, তার মধ্যে সবচেয়ে দ্রুত গতির বোলার সে। এজন্য এটি বড় ক্ষতি। তার জায়গায় কাউকে বেছে নেয়া কঠিন কাজ। আশা করি সে দ্রুত সুস্থ হয়ে উঠবে।’
বাংলাদেশের অনুশীলন পর্ব নিয়েও কথা বলেন শ্রীলংকার সাবেক ব্যাটার হাথুরু। বেশিরভাগ সময়ই অনুশীলন পর্ব রুদ্ধদার সেশনে ছিলো। 
হাথুরু বলেন, ‘আমি খুব খুশি। আমরা শুরুতে ফিটনেস এবং মেডিকেলে ভালো করেছি। এরপর সাতদিন ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধিতে কাজ করেছি।’
ব্যাটিংয়ে বোলারদের ভুমিকার  উপর জোর দিয়ে হাথুরুসিংহে বলেছেন, আধুনিক ক্রিকেটে কখনও কখনও টেল এন্ডারদের রান আত্মবিশ^াসী করে তুলে। 
তিনি বলেন, ‘সম্ভবত গত দুই-তিন মাসে আমাদের দক্ষ কোচের কাছে অনেক ব্যাটিং অনুশীলন করেছে বোলাররা।’
হাথুরু আরও বলেন, ‘তাসকিন অনেক উন্নতি করেছে (ব্যাটার হিসাবে) এবং ইংল্যান্ডের বিপক্ষে খারাপ অবস্থায় ব্যাট হাতে সেই প্রমান দিয়েছে সে। একই সময় আপনারা দেখেছেন আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের বিপক্ষে কি করতে পারে সেটি দেখিয়েছে শরিফুল। আমাদের পরিকল্পনা ধরে রেখেছে সে। অন্য ব্যাটাররাও কঠোর পরিশ্রম করছে। এদের মধ্যে হাসান মাহমুদের অনেক দূর এগিয়েছে এবং ফিজ নিজের দক্ষতায় বড় খেলছে।’