বাসস
  ২৭ আগস্ট ২০২৩, ১৪:১২

ফ্রি এজেন্টে সানচেজকে দলে ভেড়ালো ইন্টার মিলান

মিলান, ২৭ আগস্ট ২০২৩ (বাসস/এএফপি) : ফ্রি এজেন্টে মার্সেই ছেড়ে ইন্টার মিলানে ফিরে এসেছেন এ্যালেক্সিস সানচেজ। সিরি-এ ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। 
এক বিবৃতিতে ইন্টার জানিয়েছে ২০২৪ সালের জুন পর্যন্ত সিরি-এ ক্লাবের সাথে সানচেজের চুক্তি হয়েছে। চুক্তির পরিমান প্রায় ২.৮ মিলিয়ন ইউরো। 
দুইবারের কোপা আমেরিকা জয়ী চিলির সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচিত এই স্ট্রাইকার গত মৌসুমে মার্সেইর হয়ে ১৮টি গোল করেছেন। ইন্টার থেকে গিয়ে তিনি এক বছর ফ্রান্সে খেলেছেন। ৩৪ বছর বয়সী সানচেজ ২০২১ সালে ইন্টারের সিরি-এ জয়ী দলের সদস্য ছিলেন। গত গ্রীষ্মে ইন্টারের সাথে পারষ্পরিক সমঝোতার ভিত্তিতে তিনি চুক্তি বাতিল করেন। ভিন্ন একটি স্ট্রাইকিং লাইন-আপে তিনি ইন্টারে ফিরে এসেছেন। ইন্টার থেকে এডিন জেকো ও রোমেলু লুকাকু চলে গেছেন। ধারে জোয়াকুইন কোরেয়ার মার্সেইতে যাবার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইন্টারের মূল দলে খেলতে হলে সানচেজকে এখন মার্কোস থুরাম, মার্কো অরনাটোভিট ও বিশ্বকাপ জয়ী লটারো মার্টিনেজের সাথে লড়াই করতে হবে। 
আগামীকাল লিগের দ্বিতীয় ম্যাচ খেলতে কালিয়ারি সফরে যাবে ইন্টার।