শিরোনাম
ঢাকা, ২৭ আগস্ট, ২০২৩ (বাসস): ঢাকা আইসক্রীম ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠাপোষকতায় বাংলা বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপানায় মঙ্গলবার শুরু হচ্ছে ‘পোলার আইসক্রীম ২৮তম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৩’
শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল ষ্টেডিয়াম ও শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে ৭ দিন ব্যাপী এ টুর্নামেন্টে ঢাকা মহানগরীর বালক বিভাগে ২৪টি এবং বালিকা বিভাগে ১৯টি স্কুৃল হ্যান্ডবল দল অংশগ্রহণ করছে।
এ উপলক্ষে আজ পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামের করফারেন্স রুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট সম্পর্কে সাংবাদিকদের বিভিন্নœ প্রশ্নের উত্তর দেন ফেডারেশনের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঢাকা আইসক্রীম ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং আবদুল্লাহ আল মামুন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের সহ-সভাপতি গোলাম হাবিব এবং ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক মো: সেলিম মিয়া বাবু।
টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে :
বালক বিভাগ: সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ, নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয়, সানিডেইল, ধানমন্ডি টিউটরিয়াল, মডেল একাডেমি, সাউথ ব্রীজ স্কুল, মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়, আইডিয়াল স্কুল এন্ড কলেজ, বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ, ঢাকা গভ: মুসলিম হাই স্কুল, মানারত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, স্কলাস্টিকা উত্তরা, নৌবাহীনি কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, বিসিআইসি কলেজ, হীড ইন্টারন্যাশনাল স্কুল, মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুল, জুভেনাইল ইংলিশ মিডিয়াম স্কুল ও খালেদ হায়দার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়।
বালিকা বিভাগ: ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, সানিডেইল, শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজ, ধানমন্ডি টিউটরিয়াল, মডেল একাডেমি, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল এন্ড কলেজ, সাউথ ব্রীজ স্কুল, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ, বনশ্রী আইডিয়াল স্কুল এন্ড কলেজ, বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ, মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, স্কলাস্টিকা উত্তরা, নৌবাহীনি কলেজ, সিদ্বেশরী উচ্চ বালিকা বিদ্যালয়, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়, ও বিসিআইসি কলেজ।