শিরোনাম
ঢাকা, ২৮ আগস্ট ২০২৩ (বাসস) : আকষ্মিক অসুস্থ হয়ে পড়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার লিটন দাস এখনো সেরে উঠেননি। যে কারণে আগামী বৃহস্পতিবার শ্রীলংকার পাল্লেকেলেতে স্বাগতিকদের বিপক্ষে এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচে অংশগ্রহন অনিশ্চিত হয়ে পড়েছে টাইগার সহ-অধিনায়কের।
শারিরিক অবস্থার উন্নতি হলে আগামীকাল মঙ্গলবার নওসা হতেপারলেও প্রথম ম্যাচে অংশগ্রহন কঠিন হয়ে পড়বে লিটনের জন্য। অবশ্য তার জ্বর খুব একটা গুরুতর নয় বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার ডেঙ্গু টেস্টের ফলাফল নেগেটিভ এবং প্রতিটি টেস্টের ফলাফল ভালো আসছে বলে জানিয়েছে বোর্ড।
এদিকে আজ দুপুর একটায় কলম্বোগামী ফ্লাইট ধরেছে বাংলাদেশ দলের তরুন পেসার তানজিম হাসান সাকিব। সেখানে টাইগার দলে যোগ দিবেন তিনি। কলম্বো পৌঁছানোর পর সড়ক পথে পাল্লেকেলে যাবেন তিনি। পেসার এবাদত হোসেনের পরিবর্তিত হিসেবে দলে যুক্ত হয়েছেন ২০ বছর বয়সি এই তরুণ। গতকালই দলের সঙ্গে বিমানে চড়ার কথা ছিল সাকিবের। কিন্তু কিছু জটিলতার কারণে যেতে পারেননি।