বাসস
  ৩১ আগস্ট ২০২৩, ১৩:০২

ফুটবলারদের বিচারে বর্ষসেরা খেলোয়াড় হালান্ড

লন্ডন, ৩১ আগস্ট ২০২৩ (বাসস/এএফপি) : পেশাদার ফুটবলার্স এসোসিয়েশনের (পিএফএ) ভোটে  প্রিমিয়ার লিগের গত মৌসুমের বর্ষসেরা খেলোয়াড় বিবেচিত হয়েছেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার আর্লিং হালান্ড। ট্রেবল জয়ী সিটির হয়ে প্রথম মৌসুমেই দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার হিসেবে নরওয়েজিয়ান এই তরুণ বর্ষসেরার পুরস্কার পেলেন।
সতীর্থ খেলোয়াড়দের ভোটে নারী বিভাগে সেরার পুরস্কার পেয়েছেন ইংল্যান্ড ও এ্যাস্টন ভিলার তারকা রাচেল ডালি।
সিটির হয়ে অভিষেক  মৌসুমের সময়টা দারুন উপভোগ করেছেন হালান্ড। সব ধরনের প্রতিযোগিতায় পেপ গার্দিওলার দলের হয়ে করেছেন ৫২ গোল। জয় করেছেন প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। ২৩ বছর বয়সী এই স্ট্রাইকার বর্ষসেরার দৌঁড়ে পিছনে ফেলেছেন সতীর্থ জন স্টোনস, কেভিন ডি ব্রুইনা, আর্সেনালের দুই খেলোয়াড় বুকায়ো সাকা, মার্টিন ওডেগার্ড ও টটেনহ্যামের সাবেক স্ট্রাইকার হ্যারি কেনকে। 
উচ্ছসিত হালান্ড এ সম্পর্কে বলেছেন, ‘মর্যাদাপূর্ণ এই পুরস্কার জয় করাটা সত্যিই সম্মানের। সতীর্থদের দ্বারা প্রশংসিত হবার অনুভূতিই ভিন্ন। যারা আমাকে ভোট দিয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানাদেত চাই। পুরো দলের জন্য এটি একটি স্মরণীয় মৌসুম ছিল। ব্যক্তিগত ভাবে আমার কাছেও তাই। ট্রেবল জয়ের বিষয়টি আমি কখনো চিন্তাই করতে পারিনি। সে কারনে বিশেষ কিছু খেলোয়াড়ের সাথে শিরোপাগুলো জয়ের অনুভূতি ছিল অসাধারন। গত মৌসুমে আমরা সবাই মিলে বেশ কিছু অবিস্মরণীয় মুহূর্তের জন্ম দিয়েছি। এবারও সেটা করে দেখানোর দায়িত্ব পড়েছে সকলের কাঁধে। আমরা মৌসুমের শুরুটা ভাল করেছি, এখন সেটা এগিয়ে নিতে  হবে।’
ফুটবলাদের ভোটে বর্ষসেরা তরুণ খেলোয়াড় মনোনীত হয়েছে সাকা। নারীদের বিভাগে এই পুরস্কার জয় করেছেন চেলসির লরেন জেমস। ডালি এবং জেমস বিশ^কাপ ফাইনালে ইংল্যান্ড দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় ছিলেন। যদিও ফাইনালে  স্পেনের কাছে পরাজিত হয়ে হতাশ হতে হয় ইংল্যান্ডকে। 
গত মৌসুমে ভিলার হয়ে ডালি উইমেন্স সুপার কাপে ২২ গোল করেছেন। ২০২২ ইউরো জয়ী ইংল্যান্ড দলটিতে এই লেফট-ব্যাক নিজেকে দারুনভাবে প্রমান করেছিলেন। ৩১ বছর বয়সী এই ডিফেন্ডার বর্ষসেরার দৌঁড়ে পিছনে ফেলেছেন স্যাম কার, ফ্রিডা মানুম, গুরো রেইটেন, খাদিজা বানি শ ও ওনা ব্যাটেলকে।