শিরোনাম
পাল্লেকেলে, ৩১ আগস্ট ২০২৩ (বাসস) : এশিয়া কাপে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পাল্লেকেলেতে আজ স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করেন দুই বাঁ-হাতি ওপেনার মোহাম্মদ নাইম ও অভিষিক্ত তানজিদ হাসান। তিন নম্বরে নামেন বাঁ-হাতি নাজমুল হোসেন শান্ত। চার নম্বরে ব্যাট হাতে ক্রিজে আসেন আরেক বাঁ-হাতি সাকিব।
অর্থাৎ, শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের প্রথম চার ব্যাটারই বাঁ-হাতি। ১২ বছর পর কোন ওয়ানডেতে বাংলাদেশ ইনিংসে প্রথম চার ব্যাটারই বাঁ-হাতি । এ নিয়ে চতুর্থবার এমন ঘটনা ঘটনা ঘটলো বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে।
সর্বশেষ ২০১১ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে প্রথম চার ব্যাটার বাঁ-হাতি ছিলেন। তারা হলেন- তামিম ইকবাল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিক ও শাহরিয়ার নাফীস। ঐ ম্যাচে ৭৮ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। ম্যাচটি ২০৬ রানের বিশাল ব্যবধানে হেরেছিলো টাইগাররা।
ম্যাচে শুধুমাত্র ইনিংসের প্রথম চার নয়, প্রথম পাঁচ ব্যাটার বাঁ-হাতি নিয়েও খেলেছে টাইগাররা।
ঘরের মাঠে ঐ বিশ^কাপেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের ইনিংসে প্রথম পাঁচ ব্যাটার বাঁ-হাতি ছিলেন। তারা হলেন- তামিম ইকবাল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিক, শাহরিয়ার নাফীস ও সাকিব আল হাসান।
২০১১ বিশ^কাপেই ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের প্রথম চার ব্যাটার ছিলেন বাঁ-হাতি। তারা হলেন- তামিম ইকবাল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিক ও সাকিব আল হাসান।