শিরোনাম
মাদ্রিদ, ৪ সেপ্টেম্বর ২০২৩ (বাসস/এএফপি) : খারাপ আবহাওয়ার কারণে রোববার লা লিগায় সেভিয়া বনাম এ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যকার ম্যাচটি বাতিল করা হয়েছে।
এ সম্পর্কে এ্যাথলেটিকো মাদ্রিদের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মাদ্রিদের সিভিটাস মেট্রোপলিটানোতে বিকেলে নির্ধারিত লা লিগার ম্যাচটি ভারী বৃষ্টির কারনে বাতিল করা হয়েছে। স্প্যানিশ ফুটবল ফেডারেশন, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল ও উভয় ক্লাবের সাথে আলোচনা করে লা লিগা ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।’
গতকাল থেকেই মাদ্রিদে ভারী বৃষ্টির আভাস ছিল। বৃষ্টির কারনে স্পেনের অন্যান্য বেশ কিছু অঞ্চলও ক্ষতিগ্রস্থ হয়েছে। মাদ্রিদের সিটি কাউন্সিল থেকে নাগরিকদের খুব বেশী জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাবার পরামর্শ দেয়া হয়েছে। রোববার স্পেন জুড়ে স্প্যানিশ স্টেট মেট্রোলজিকাল এজেন্সি (এইএমইটি) সতর্কতা জানি করেছে। ১৯৭২ সালের পর সর্বকালের সর্বোচ্চ ভারী বৃষ্টির রেকর্ড করা হয়েছে বলে মেয়র হোসে লুইস মার্টিনেজ-আলমেইডা জানিয়েছেন।
প্রথমবারের মত গতকাল পুন:সংষ্কারকৃত সান্তিয়াগো বার্নাব্যুতে ছাদের নীচে রিয়াল মাদ্রিদ গেতাফের বিপক্ষে খেলে ২-১ ব্যবধানে জয়ী হয়েছে। বৃষ্টির কারনে বার্নাব্যুর স্টেডিয়ামে ছাদ বন্ধ করে দেয়া হয়েছিল।