বাসস
  ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৫৪

বিশ্বকাপে নিউজিল্যান্ড দলে থাকবেন উইলিয়ামসন

অকল্যান্ড, ৫ সেপ্টেম্বর ২০২৩ (বাসস) : হাঁটুর ইনজুরি থেকে এখনো পুরোপুরি সুস্থ হতে না পারলেও আগামী ওয়ানডে বিশ^কাপে নিউজিল্যান্ড দলে রাখা হবে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে। 
নিউজিল্যান্ড ক্রিকেটের(এনজেডসি) পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সর্বশেষ আইপিএল খেলার সময় হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন উইলিয়ামসন। ইনজুরির পর পুনর্বাসন প্রক্রিয়ায় যথেষ্ট উন্নতি হয়েছে। আগামী অক্টোবরে শুরু হতে যাওয়া বিশ^কাপ দলে রাখা হবে উইলিয়ামসনকে।’
সর্বশেষ আইপিএলের প্রথম ম্যাচে ফিল্ডিং করার সময় হাঁটুর লিগামেন্টের ইনজুরিতে পড়েন উইলিয়ামসন। এরপর হাঁটুতে অস্ত্রোপচার করতে হয় তাকে। এ কারনে বিশ^কাপে তার  অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে। কিন্তু পুনার্বসন প্রক্রিয়ায় যথেষ্ট উন্নতি হওয়াতে বিশ^কাপে দলে উইলিয়ামসনকে রাখার ব্যাপারে চূড়ান্ত সিদ্বান্ত নিয়েছে নিউজিল্যান্ড।
এ ব্যাপারে নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড বলেন, ‘পুনর্বাসন প্রক্রিয়ায় অভূতপূর্ব লড়াই করেছে উইলিয়ামসন। এ কাজে তাকে সহায়তা করেছে শক্তিশালী বিশেষজ্ঞদের একটি গ্রুপ। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য চেষ্টার কোন কমতি রাখেনি সে। আমরা তার মতো একজনকে নির্বাচন করতে পেরে আনন্দিত।’
স্টিড আরও বলেন, ‘পুনর্বাসন প্রক্রিয়ায় কখনও তাড়াহুড়ো বা তাড়াতাড়ি ফিরতে নিজের উপর চাপ প্রয়োগ করেনি উইলিয়ামসন। যেমনটা আমরা আগেই বলেছি, এটি দারুন ব্যাপার যে নিউজিল্যান্ডের হয়ে দীর্ঘমেয়াদে খেলতে চায় সে।’
বর্তমানে দলের সঙ্গে ইংল্যান্ড সফরে তাকা  উইলিয়ামসন সেখানেই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন ।