শিরোনাম
লন্ডন, ৭ সেপ্টেম্বর ২০২৩ (বাসস): সৌদি আরবের প্রো লিগে পাড়ি জমানো কিংবদন্তীদের তালিকায় নতুন করে যুক্ত হতে যাচ্ছেন জন টেরি। চেলসির এই কিংবদন্তী ডিফেন্ডার কোচ হিসেবে যোগ দিতে পারেন প্রো লিগের নিচের সারির ক্লাব আল-শাবাবে।
গণমাধ্যমের ভাষ্যমতে সৌদি প্রো লিগে প্রথমবারের মতো কোচের দায়িত্ব গ্রহনের ‘দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছেন টেরি। যে কারণে চেলসি ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
পরামর্শক হিসেবে এক বছরের চুক্তিতে বর্তমানে ব্লুজদের একাডেমিতে কাজ করছেন ৪২ বছর বয়সি টেরি। লিস্টার সিটিতে দীর্ঘ সময় সহকারী কোচের দায়িত্ব পালন শেষে এই গ্রীষ্মেই চেলসিতে ফিরেছিলেন টেরি। গত বছর লিস্টারের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে তার। যদিও ক্লাবটিকে অবনমনের হাত থেকে রক্ষা করতে পারেননি তিনি।
তবে ফের ব্লুজ শিবির ছাড়তে পারেন তিনি। কারণ কমপক্ষে দুই বছরের জন্য সাবেক ইংলিশ সেন্টারব্যাকের সঙ্গে চুক্তি করতে চায় সৌদি ক্লাব আল শাবাব। চুক্তির মেয়াদ আরো দুই বছর বাড়ানোর সুযোগ রয়েছে।
দ্য সানের রিপোর্টে বলা হয়, আনুমানিক একমাস আগেই টেরিকে প্রস্তাব দিয়ে রেখেছিল আল-শাবাবের কর্তারা। কোচের দায়িত্ব দেয়ার শর্তে মৌখিক ভাবে এতে সম্মতিও দিয়েছিলেন তিনি।