বাসস
  ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১২

নয় বছর পর সিরিজ জয়ের দ্বারপ্রান্তে অস্ট্রেলিয়া, টিকে থাকার মিশনে দক্ষিণ আফ্রিকা

পচেফস্ট্রুম, ১১ সেপ্টেম্বর ২০২৩ (বাসস) :   আগামীকাল তৃতীয় ম্যাচ  জিতেই  স্বাগতিক দক্ষিণ আফ্রিকার  বিপক্ষে পাঁচ ওয়ানডে   সিরিজ  নিশ্চিত করতে চায় সফরকারী অস্ট্রেলিয়া ক্রিকেট দল।  প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই প্রোটিয়াদের বিপক্ষে  ২-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। জয়ের ধারা অব্যাহত রেখে আগামীকাল তৃতীয় ওয়ানডে জিতে নয় বছর ধরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিততে না পারার বন্ধ্যাত্ব ঘোচাতে চায় অস্ট্রেলিয়া। অন্য দিকে, সিরিজে টিকে থাকতে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না দক্ষিণ আফ্রিকা। জয়ের লক্ষ্য নিয়েই পচেফস্ট্রুমে বাংলাদেশ সময় বিকেল ৫টায় তৃতীয় ওয়ানডে খেলতে নামবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
নয় বছর ধরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড নেই অস্ট্রেলিয়ার। সর্বশেষ ২০১৪ সালে প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিলো অসিরা। ঘরের মাঠে পাঁচ ম্যাচ সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিলো অস্ট্রেলিয়া। এরপর তিনটি দ্বিপাক্ষীক সিরিজের একটিতেও জিততে পারেনি অস্ট্রেলিয়া। এরমধ্যে দক্ষিণ আফ্রিকার মাটিতে পাঁচ ও তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশও হয়েছে  অসিরা। 
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের বন্ধ্যাত্ব ঘোচানোর দ্বারপ্রান্তে অস্ট্রেলিয়া। এবার দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে- ৩ উইকেটে ও ১২৩ রানে জিতেছে অসিরা। তৃতীয় ওয়ানডে জিতলেই ২০১৪ সালের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওযানডে সিরিজ জয়ের স্বাদ নিবে অস্ট্রেলিয়া। 
তৃতীয় ওয়ানডেতেই সিরিজের ফয়সালা করতে চান অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক মিচেল মার্শ। তিনি বলেন, ‘প্রথম দুই ম্যাচ জিতে আমরা সিরিজ জয়ের দ্বারপ্রান্তে। জয়ের ধারা অব্যাহত রেখে তৃতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চাই।’
দুই ওয়ানডেতেই ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন অস্ট্রেলিয়ার ব্যাটার মার্নাস লাবুশেন। প্রথম ম্যাচে কনকাশন বদলি হিসেবে নেমে ম্যাচ জয়ী ৮০ রানের ইনিংস খেলেন তিনি। দ্বিতীয়টিতে মূল একাদশে সুযোগ পেয়ে চার নম্বরে নেমে ১২৪ রান করেন বিশ^কাপ দলে সুযোগ না পাওয়া লাবুশেন।  ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন ওপেনার ডেভিড ওয়ার্নারও। ১০৬ রানের ইনিংসে স্বস্তির নিঃশ^াস নেন  গত নভেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরিহীন থাকা ওয়ার্নার। 
ব্যাটিং-বোলিং ব্যর্থতায় সিরিজের প্রথম দুই ওয়ানডেতে হারে দক্ষিণ আফ্রিকা। প্রথম ওয়ানডেতে অধিনায়ক তেম্বা বাভুমা সেঞ্চুরি করলেও, দলের রান ২২২ রানের বেশি হয়নি। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার পক্ষে কোন ব্যাটারই হাফ-সেঞ্চুরির দেখা পায়নি। ঐ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বোলারদের ব্যর্থতায় ৩৯২ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। 
সিরিজ টিকে থাকতে হলে তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার ব্যাটার-বোলারদের একত্রে জ¦লে উঠতে হবে বলে মনে করেন বাভুমা। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার মত শক্তিশালী দলের বিপক্ষে জিততে হলে, তিন বিভাগেই ভালো খেলতে হয়। প্রথম দুই ম্যাচে আমরা কোনটিতেই ভালো করতে পারিনি। আশা করি, তৃতীয় ম্যাচে ব্যাটার-বোলাররা জ¦লে উঠবে।’
এখন পর্যন্ত ১০৫ ম্যাচ খেলে ৫০টিতে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ৫১টি জিতেছে দক্ষিণ আফ্রিকা। ৩টি ম্যাচ টাই ও ১টি পরিত্যক্ত হয়। 
দক্ষিণ আফ্রিকা দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, রেজা হেনড্রিক্স, মার্কো জানসেন, হেনরিচ ক্লাসেন, সিসান্দা মাগালা, কেশব মহারাজ, আইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, এনরিচ নর্টি, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি ও রাসি ভ্যান ডার ডুসেন।
অস্ট্রেলিয়া দল : মিচেল মার্শ (অধিনায়ক), সিন অ্যাবট, অ্যাস্টন আগার, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, টিম ডেভিড, জশ ইংলিস, স্পেনসার জনসন, মার্নাস লাবুশেন, তানভির সাঙ্ঘা, স্টিভ স্মিথ, মার্কুস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও এডাম জাম্পা।