বাসস
  ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩৫

মার্করামের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে টিকে থাকলো দক্ষিণ আফ্রিকা

পচেফষ্ট্রুম, ১৩ সেপ্টেম্বর ২০২৩ (বাসস) : আইডেন মার্করামের অনবদ্য সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে টিকে থাকলো দক্ষিণ আফ্রিকা।
গতরাতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ১১১ রানের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। ১০২ রানের অনবদ্য ইনিংস খেলেন মার্করাম। প্রথম দুই ওয়ানডেতে যথাক্রমে- ৩ উইকেটে ও ১২৩ রানে জিতেছিলো অসিরা। তৃতীয় ম্যাচ হেরেও সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া।
পচেফস্ট্রুমে টস জিতে প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। ব্যাট হাতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার কুইন্টন ডি কক ও অধিনায়ক তেম্বা বাভুমা।  তাদের উভয়ের হাফ সেঞ্চুরিতে উদ্বোধনী জুটিতে ১৩৭ বলে ১৪৬ রান পায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে প্রথম ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়ার স্পিনার ট্রাভিস হেডের শিকার হন ডি কক। ১০টি চার ও ২টি ছক্কায় ৭৭ বলে ৮২ রান করেন তিনি।
ডি কক ফেরার কিছুক্ষণ পর প্যাভিলিয়নে ফিরেন বাভুমা। ৬টি চারে ৬২ বলে ৫৭ রান করেন তিনি। ১৫০ রানে দুই ওপেনার ফেরার দক্ষিণ আফ্রিকার রানের চাকা ঘুড়িয়েছেন মার্করাম। তৃতীয় উইকেটে রেজা হেনড্রিক্সকে নিয়ে ৭০ বলে ৭৬ এবং ষষ্ঠ উইকেটে মার্কো জানসেনের সাথে মাত্র ৩১ বলে ৬৩ রান তুলেন মার্করাম। হেনড্রিক্স ৪৫ বলে ৩৯ এবং জানসেন ১৬ বলে ৩২ রানে থামলেও, ইনিংসের শেষ বলে চার মেরে ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন মার্করাম।
ডি কক-বাভুমার হাফ-সেঞ্চুরির পর মার্করামের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩৮ রানের বড় সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। ৯টি চার ও ৪টি ছক্কায় ৭৪ বলে অপরাজিত ১০২ রান করেন মার্করাম। অস্ট্রেলিয়ার হেড ৩৯ রানে ২ উইকেট নেন।
জয়ের জন্য ৩৩৯ রানের জবাবে  খেলতে নামা অস্ট্রেলিয়ার শুরুটা ভালোই করেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও হেড। ৪৮ বলে ৭৯ রান করেন তারা। ২৪ বলে ৩৮ রান তুলে হেড থামলেও, মাত্র ২৭ বলে ওয়ানডেতে ২৮তম হাফ-সেঞ্চুরির দেখা পান ওয়ার্নার। দ্বিতীয় উইকেটে অধিনায়ক মিচেল মার্শকে নিয়ে ৪৩ বলে ৬১ রান তুলেন ওয়ার্নার। ২৯ রানে থামেন মার্শ।
দলীয় ১৫৭ রানে তৃতীয় ব্যাটার হিসেবে রান আউট হন ওয়ার্নার। ১০টি চার ও ৩টি ছক্কায় ৫৬ বলে ৭৮ রান করেন আগের ম্যাচে এ সেঞ্চুরিয়ান ।
ওয়ার্নার ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেন দক্ষিণ আফ্রিকার পেসার জেরাল্ড কোয়েটজি, দুই স্পিনার তাবরাইজ শামসি ও কেশব মহারাজ। এতে ৩৪ দশমিক ৩ ওভারে ২২৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। কোয়েটজি ৪টি, শামসি-মহারাজ ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন মার্করাম।
আগামী ১৫ সেপ্টেম্বর সেঞ্চুরিয়ানে সিরিজের চতুর্থ ওয়ানডে খেলবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া।