শিরোনাম
মিউনিখ, ১৫ সেপ্টেম্বর ২০২৩ (বাসস) : থমাস টাচেলের পরিবর্তিত হিসেবে বায়ার্ন মিউনিখের কোচের তালিকার শীর্ষে রয়েছেন জাবি আলনসো। বিল্ডের রিপোর্ট অনুযায়ী ইতোমধ্যে বায়ার্ন থেকে চুড়ান্ত প্রস্থানের প্রস্তুতি নিচ্ছেন টাচেল।
বায়ার্নের সবাই আলনসোর ভক্ত। বিশেষ করে কার্ল -হেইঞ্জ রুমেনিগে, যিনি ২০১৪ সালে আলনসোকে মিউনিখে আনতে মুল ভুমিকা পালন করেছিলেন। কর্মকর্তারাও স্প্যানিশ এই কোচের বর্তমান কাজ, ব্যক্তিত্ব এবং ক্যারিয়ারের ভুয়সি প্রশংসা করেছেন।
রিপোর্টে বলা হয়, বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে আলনসোর যোগদানের বিষয়টি এখন সময়ের ব্যাপার মাত্র । এক বছর আগে লেভারকুজেনের দায়িত্বে এসে ক্লাবটিকে বুন্দেস লিগার সেরা পারফর্মার ক্লাগুলোর একটিতে পরিণত করেছেন আলনসো। এ সময় ক্লাবটিকে ইউরোপা লিগের সেমিফাইনালে পৌঁছে দেন তিনি।
নতুন মৌসুমের শুরুতেও ক্লাবটির পারফমের্ন্সের উন্নতি চোখে পড়ার মতো। বায়ার্ন মিউনিখের পর বুন্দেসলিগার একমাত্র ক্লাব লেভারকুজেন যারা এখনো পর্যন্ত চলতি লিগে শতভাগ সফলতা ধরে রেখেছে।