শিরোনাম
কলম্বো, ১৫ সেপ্টেম্বর ২০২৩ (বাসস) : এশিয়া কাপ সুপার ফোর পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলংকার কাছে বাবর আজমদের পরাজয়ে শংকা প্রকাশ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের(পিসিবি) সাবেক প্রধান রমিজ রাজা। ‘মাস্ট উইন ’ ম্যাচে পাকিস্তানী টপ অর্ডার ব্যাটারদের অতিমাত্রায় সতর্কতাকে এ হারের জন্য দায়ী করেছেন রাজা। চলমান এশিয়া কাপের সুপার ফোর পর্ব থেকে মিশন শেষ করেছে পাকিস্তান। গতরাতে সুপার ফোর পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচ শ্রীলংকার কাছে বৃষ্টি আইনে ২ উইকেটে হারলে ফাইনালে খেলার স্বপ্ন ধুলিসাৎ হয় পাকিস্তানের।
এশিয়া কাপের গ্রুপ পর্বে নেপালের বিপক্ষে বিশাল জয়ের পর ভারতের সাথে বৃষ্টির কারনে পয়েন্ট ভাগাভাগি করে পাকিস্তান। সুপার ফোর পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারায় পাকরা। পরের ম্যাচে ভারতের কাছে ২২৮ রানের বিশাল ব্যবধানে হেরে যায় পাকিস্তান। তৃতীয় ম্যাচে শ্রীলংকাকে হারাতে পারলেই ফাইনালে খেলার টিকিট পাবে, এমন সমীকরণে খেই হারায় বাবর-রিজওয়ানরা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শ্রীলংকার কাছে ২ উইকেটে ম্যাচ হারে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় গতবারের ফাইনালিষ্ট পাকিস্তান।
রাজা বলেন,‘ভারতের বিপক্ষে বড় পরাজয় পাকিস্তানকে মানসিকভাবে শেষ করে দিয়েছে। শ্রীলংকার বিপক্ষে ম্যাচেও যেন পাকিস্তান সে ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি। পাকিস্তান দলকে ভীতু মনে হয়েছে এবং শেষ মুহূর্তে তারা ব্যর্থ হয়েছে। বাবর আজম এবং টপ অর্ডারকে বেশি সতর্ক মনে হয়েছে। তাদের মধ্যে শ্রেষ্ঠত্বের অভাব দেখা গেছে। মন্থর উইকেটে এক বা দুই ইনিংস ছাড়া বাবরকে ধুকতে দেখা গেছে। অধিনায়ক হিসেবেও তাকে এগিয়ে আসতে হবে। তার উচিৎ কর্তৃত্বপুর্ন সিদ্ধান্ত নেয়া।’
এমনভাবে দলের চিটকে যাওয়ায় হতাশা ব্যক্ত করেছেন পাকিস্তানের সাবেক পেস তারকা শোয়েব আখতার।
এমন পরাজয়কে ‘হতাশাজনক’ উল্লেখ করে শোয়েব আখতার আগামী মাসে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ^কাপে বাবর আজমের দলকে এ তেকে বেড়িয়ে আসার আহবান জানিয়েছেন।
শোয়েব আখতার বলেন,‘ আমার মতে এটা খুবই বিব্রতকর পরাজয়। প্রকৃত সত্য হচ্ছে পাকিস্তান টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে, এটা মোটেই শোভনীয় নয়। পাকিস্তানকে অনেক কিছু নিয়ে ভাবতে হবে। অধিনায়কত্বকে আরেকটু ধারালো করতে হবে। আমি খুবই হতাশ।’
শোয়েবের মতে পাকিস্তান ফাইনাল খেলার জন্য যোগ্য দল। তবে তিনি এটাও স্বীকার করেন-গতকাল শ্রীলংকা ভাল খেলেছে।
তিনি আরও বলেন, ‘এশিয়া কাপের ফাইনাল খেলার যোগ্য ছিলো পাকিস্তান। কিন্তু টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে তারা। ফেভারিটের তকমা থাকায় তাদের নিয়ে অনেক সমালোচনা হতে পারে। দুর্ভাগ্যবশত পাকিস্তান-ভারত ফাইনাল হচ্ছে না। যা আগে কখনও হয়নি। যোগ্য দল হয়েই ফাইনাল খেলছে শ্রীলংকা।’
পাকিস্তানের ব্যাটিং অর্ডার নিয়ে সন্তুষ্ট নন দেশটির সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শহিদ আফ্রিদি। টুইটারে আফ্রিদি লিখেছেন, ‘পাকিস্তান কি কৌশলগত ভুল করেছে। আমাদের ব্যাটিং অর্ডার নির্বাচন আরও ভালো হতে পারতো। আপনারা কি মনে করেন? আমার মতে, পরিস্থিতি অনুযায়ী সেরা ব্যাটিং অর্ডার ছিলো না।’