শিরোনাম
মিয়ামি, ১৮ সেপ্টেম্বর ২০২৩ (বাসস/এএফপি) : ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ভেন্যু চূড়ান্ত করতে গতকাল টেক্সাসের আর্লিংটনে ডালাস কাউবয়েজের হোম গ্রাউন্ড এটি এন্ড টি স্টেডিয়াম পরির্দশন করেছেন ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো।
এই স্টেডিয়ামটি ছাড়াও ফাইনালের জন্য নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়াম, লস এ্যালেঞ্জলসের সোফি স্টেডিয়াম ও আটালান্টার মার্সিডিস-বেঞ্জ স্টেডিয়ামে নাম বিবেচিত হচ্ছে।
২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হচ্ছে। প্রথমবারের মত বড় পরিসরে ৪৮টি দল আসন্ন এই বিশ্বকাপে অংশ নিবে।
টুর্নামেন্টের সার্বিক দিক পরিচালনার জন্য মিয়ামির কোরাল গেবলসে ফিফা নতুন একটি অফিসও খুলেছে। বিশ্বকাপ সুষ্ঠভাবে পরিচালনার জন্য নতুন নতুন কর্মীও নিয়োগ দেয়া হচ্ছে।
একটি সূত্র জানিয়েছে গততাল ফিফা প্রধানের সাথে ভেন্যু পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন কনকাকাফ প্রধান ভিক্টর মোন্টাগলিয়ানি। ভেন্যু চূড়ান্তের আগে ইনফান্তিনোর আরো কিছু স্টেডিয়াম পরিদর্শনের কথা রয়েছে। এ বছরের শেষে ফাইনালের ভেন্যু চূড়ান্তের ঘোষনা আসবে বলে ধারণা করা হচ্ছে।