শিরোনাম
ম্যানচেস্টার (যুক্তরাজ্য), ১৯ সেপ্টেম্বর ২০২৩ (বাসস/এএফপি) : প্রিমিয়ার লিগ মৌসুমের শুরুটা বাজে হওয়ায় ইতোমধ্যেই রেড ডেভিলস সমর্থকদের হতাশার উষ্ণতা বুঝতে পারছেন ম্যানচেস্টার ইউনাইটেড বস এরিক টেন হাগ। এই প্রথমবারের মত প্রিমিয়ার লিগে প্রথম পাঁচ ম্যাচের তিনটিতেই পরাজিত হয়েছে ইউনাইটেড। এখন চ্যাম্পিয়ন্স লিগকে সামনে রেখে তাদের সামনে আরো কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
আগামীকাল বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ মিশন শুরু করতে যাচ্ছে ইউনাইটেড। মাঠ ও মাঠের বাইরে নানা সমস্যা নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ কঠিন অবস্থার মধ্যেই রয়েছে রেড ডেভিলসরা। ক্লাব মালিক গ্লেজার পরিবারের প্রতি আগ্রহ অনেক আগেই হারিয়ে ফেলেছে সমর্থকরা। তারপরও মালিকানা বিক্রি করার প্রক্রিয়া আপাতত স্থগিত রেখেছে গ্লেজাররা। সাবেক বান্ধবীর বিরুদ্ধে শারিরীক নির্যাতনের অভিযোগে ব্রাজিলিয়ান উইঙ্গার এ্যান্টনিকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শৃঙ্খলাভঙ্গে অভিযুক্ত ২১ বছর বয়সী ম্যাসন গ্রীনউডের ব্যপারেও কোন সিদ্ধান্ত নিতে পারছে না ইউনাইটেড। যে কারনে ধারে লা লিগার ক্লাব গেতাফেতে খেলতে গিয়েছেন এই ইংলিশ ফরোয়ার্ড।
গত মৌসুমে প্রিমিয়ার লিগে তৃতীয় স্থান লাভ করে চ্যাম্পিয়ন্স লিগে ফিরে আসার পিছনে টেন হাগের কৃতিত্ব রয়েছে। একইসাথে তার অধীনেই গত বছর লিগ কাপের শিরোপা জয় করে ছয় বছরের শিরোপা খরা কাটিয়েছে ইউনাইটেড। তারপরও সমালোচনার মুখে থাকা টেন হাগের ভবিষ্যত এখন অনেকটাই চ্যাম্পিয়ন্স লিগের সাফল্যের উপর নির্ভর করছে। শনিবার ব্রাইটনের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডে ৩-১ গোলের পরাজয়ের ম্যাচটিতে দলে নতুন আসা ড্যানিশ এ্যাটাকার রাসমাস হোলান্ডকে দ্বিতীয়ার্ধের মাঝামাঝিতে বদলী বেঞ্চে পাঠানোর পর টেন হাগকে সমর্থকদের দুয়ো ধ্বনি শুনতে হয়েছে। আটালান্টা থেকে ৬৪ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইউনাইটেডে আসার পর ঐদিনই ঘরের মাঠে মূল দলে অভিষেক হয়েছে হোলান্ডের। সম্প্রতি ফিটনেস ফিরে পাওয়া এই তরুণকে পুরো ৯০ মিনিট মাঠে রেখে কোন ঝুঁকি নিতে চাননি টেন হাগ।
দলে অনেকদিন ধরেই একজন স্বীকৃত ফরোয়ার্ডের অভাব বোধ করছিল ইউনাইটেড। কিন্তু তারপরও ইংলিশ অধিনায়ক হ্যারি কেনকে দলে পেতে কখনই টটেনহ্যামের সাথে ফলপ্রসু কোন আলোচনায় যায়নি। শেষ পর্যন্ত কেন প্রিমিয়ার লিগ ছেড়ে ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে বায়ার্ন মিউনিখে যোগ দেন। এ পর্যন্ত বুন্দেসলিগার নতুন মৌসুমে চার ম্যাচে কেন চার গোল করেছেন। অন্যদিকে হোলান্ড ইউনাইটেডের হয়ে এখনো গোলের দেখা পাননি।
এদিকে কোচের সাথে বিতন্ডায় জড়িয়ে আরেক ফরোয়ার্ড জেডন সানচোও মূল দলের অবস্থান হারিয়েছেন। দুই বছর আগে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ৭৩ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে দলে আসা সানচোকে ব্যক্তিগত ভাবে অনুশীলনের নির্দেশ দেয়া হয়েছে। অনুশীলনে টেন হাগের পারফরমেন্স নিয়ে সমালোচনায় করায় সানচোকে শাস্তির মধ্যে পড়তে হয়েছে।
দলে শৃঙ্খলার বিষয়টি নিয়ে প্রথম বছর থেকেই কোন ছাড় দিতে চাননি টেন হাগ। যে কারনে ক্রিস্টিয়ানো রোনাল্ডো কিংবা মার্কাস রাশফোর্ডের মত খেলোয়াড়দেরও বাড়তি কোন সুবিধা দেননি টেন হাগ। সানচোর বিষয়টি নিয়ে সমর্থকরাও ইউনাটেড বসের বিরুদ্ধে এখন পর্যন্ত কোন মন্তব্য করেনি। কিন্তু মাঠের পারফরমেন্সের কারনে এই ধরনের সিদ্ধান্তে কতক্ষন অটল থাকতে পারবেন টেন হাগ তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। প্রিমিয়ার লিগে ইতোমধ্যেই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির থেকে ৯ পয়েন্ট পিছিয়ে রয়েছে ইউনাইটেড। এখন চ্যাম্পিয়ন্স লিগে দলের পারফরমেন্সের ওপর অনেক কিছুই নির্ভর করছে।
বায়ার্নের বি দলের কোচ হিসেবে ২০১৩-১৫ সাল পর্যন্ত কাজ করেছেন টেন হাগ। আবারো মিউনিখে ফেরা প্রসঙ্গে ইউনাইটেড বস বলেছেন, ‘এখন সবকিছুই আমাদের ওপর নির্ভর করছে। আমাদের সামনে সুযোগ এসেছে নিজেদের যোগ্যতার প্রমান দেয়ার। চ্যাম্পিয়ন্স লিগ এমন একটি মঞ্চ যেখানে ভুলের কোন সুযোগ নেই।’