শিরোনাম
হাংজু (চীন), ২৭ সেপ্টেম্বর ২০২৩ (বাসস): হারানো গৌরব পুনরুদ্ধারের লক্ষে কাল নেপালের মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। ১৯তম এশিয়ান গেমসের নারী ফুটবলের ডি’ গ্রুপের ম্যাচটি বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ২টায় অনুষ্ঠিত হবে ওয়েনজুর অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে।
আসন্ন ম্যাচটিকে সামনে রেখে বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ সাইফুল বারী টিটু বলেছেন গত বছর নেপালকে হারিয়েই সাফ চ্যাম্পিয়নশীপের শিরোপা জয় করেছিল তার মেয়েরা। প্রতিপক্ষ ওই দলটিকে হারিয়ে স্বস্তি নিয়ে এশিয়ান গেমস শেষ করতে চায় তারা।
ইতোমধ্যে গ্রুপের প্রথম দুই ম্যাচ হেরে গেমস থেকে ছিটকে গেছে সাবিনারা। প্রথম ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের কাছে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হেরে যাবার পর দ্বিতীয় ম্যাচে ভিয়েতনামের কাছে ৬-১ গোলে হেরে গেছে বাংলাদেশ নারী ফুটবল দল।
অবশ্য নেপালও গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ হেরে ছিটকে গেছে এশিয়ান গেমস থেকে।