শিরোনাম
রাজকোট, ২৮ সেপ্টেম্বর ২০২৩ (বাসস) : গতরাতে তৃতীয় ও শেষ ওয়ানডে জিতে ভারতের কাছে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ এড়িয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে ৬৬ রানের জয় পেয়েছে অসিরা। তবে প্রথম দুই ম্যাচ জয়ে সিরিজটি ২-১ ব্যবধানে নিজেদের করে রেখেছে স্বাগতিক ভারতীয় ক্রিকেট দল।
রাজকোটে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। মিচেল মার্শের সাথে ৪৯ বলে ৭৮ রান তুলে প্রথম ব্যাটার হিসেবে আউট হন ডেভিড ওয়ার্নার। যার মধ্যে ওয়ার্নারের অবদান ছিল ৬টি চার ও ৪টি ছক্কায় ৩৪ বলে ঝড়ো গতির ৫৬ রান।
সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে ৯৬ রানে আউট হন মার্শ। ৮৪ বল খেলে ১৩টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি। এরপর স্টিভেন স্মিথ ৭৪ ও মার্নাস লাবুশেন ৭২ রান করেন। চার ব্যাটারের ঝড়ো হাফ-সেঞ্চুরির ইনিংসে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৫২ রানের বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। ভারতের পেসার জসপ্রিত বুমরাহ ৮১ রানে ৩ উইকেট নেন।
জবাবে অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলির জোড়া হাফ-সেঞ্চুরিতে ২৬ ওভার পর্যন্ত লড়াইয়ে ছিলো ভারত। রোহিত ৫৭ বলে ৮১ এবং কোহলি ৬১ বলে ৫৬ রানে আউট হবার পর চাপে পড়ে ভারত। মিডল অর্ডার ব্যাটাররা দায়িত্ব নিতে না পারলে ২ বল বাকী থাকতে ২৮৬ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার অফ স্পিনার গ্লেন ম্যাক্সওয়েল ৪০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। সিরিজ সেরা হন ভারতের শুভমান গিল।