বাসস
  ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১৩

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকার সংগ্রহ ২৬৩ রান

গুয়াহাটি, ২৯ সেপ্টেম্বর ২০২৩ (বাসস) : আগামী ৫ অক্টোবর শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ^কাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকাকে ২৬৩ রানে আটকে রেখেছে বাংলাদেশী বোলাররা। গুয়াহাটিতে টস জিতে আগে আগে ব্যাট করে  ৪৯ দশমিক ১ ওভারে ২৬৩ রানে অলআউট হয়েছে শ্রীলংকা। মাহেদি হাসান  নেন ৩ উইকেট।
ব্যাট হাতে শ্রীলংকাকে ৫৫ বলে ৬৪ রানের সূচনা এনে দেন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা। দশম ওভারের দ্বিতীয় বলে কাঁধের ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন ৩৪ রান করা পেরেরা।
কুশল মেন্ডিসকে নিয়ে দলের রান ১শ পার করেন নিশাঙ্কা। মেন্ডিসকে ২২ রানে থামিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন স্পিনার নাসুম আহমেদ।
এরপর দলীয় ১৬৪ রানের মধ্যে শ্রীলংকার আরও ৩ উইকেট তুলে নেন স্পিনার মাহেদি হাসান। সাদিরা সামারাবিক্রমা ২, নিশাঙ্কা ৬৮ ও চারিথ আসালঙ্কা ১৮ রান করে মাহেদির শিকার হন।
দলীয় ১৭৭ রানে অধিনায়ক দাসুন শানাকাকে ৩ রানে শিকার করে শ্রীলংকাকে চাপে ফেলেন পেসার শরিফুল ইসলাম। এ অবস্থায় লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে ছোট ছোট জুটি গড়ে শ্রীলংকাকে লড়াকু পুঁজি এনে দেন ধনাঞ্জয়া ডি সিলভা।
৫৫ রানের ইনিংস খেলে এ ম্যাচে বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজের শিকার হন ধনাঞ্জয়া। শেষ পর্যন্ত ৫ বল বাকী থাকতে ২৬৩ রানে অলআউট হয় শ্রীলংকা।
বাংলাদেশের পক্ষে মাহেদি হাসান ৩৬ রানে ৩টি, তানজিম হাসান সাকিব-শরিফুল-নাসুম ও মিরাজ ১টি করে উইকেট নেন।