বাসস
  ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১৭

ওয়ানডে বিশ্বকাপে মাসকট ‘ব্লেজ’ ও ‘টংক’

দুবাই, ৩০ সেপ্টেম্বর ২০২৩ (বাসস) : ভারতের মাটিতে আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আসন্ন ওয়ানডে বিশ্বকাপের মাসকটের নাম প্রকাশ করলো ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
পুরুষ মাসকটের নাম ‘টংক’ ও নারী মাসকটের নাম ‘ব্লেজ’ রাখা হয়েছে। বিশ^জুড়ে ভক্তদের ভোটের মাধ্যমে বিশ^কাপের দু’টি মাসকটের নাম নির্ধারণ করেছে আইসিসি। গত ১৯ আগস্ট বিশ^কাপের মাসকট প্রকাশ্যে আনে আইসিসি।
বিশ্বকাপের সব ভেন্যুতেই দেখা যাবে এই দুই মাসকটকে। স্টেডিয়াম, ফ্যান পার্কে দেখা যাবে তাদের। মাঠে উপস্থিত দর্শকদের ক্রিকেট আনন্দে মাতিয়ে রাখবেন তারা।
৫ অক্টোবর আহমেদাবাদে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিশ^কাপ। ১০ দলকে নিয়ে ৪৬ দিনে ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আহমেদাবাদে ১৯ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ^কাপের।