শিরোনাম
ঢাকা, ১০ অক্টোবর ২০২৩ (বাসস): ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পৃষ্ঠপোষকতায় আগামীকাল শুরু হচ্ছে ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট। এবারের আসরে ৫০টি মিডিয়া হাউজ নকআউট পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করবে।
রাজধানীর শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে সকাল ১১টায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।
টুর্নামেন্ট উপলক্ষ্যে আজ মঙ্গলবার ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। ডিআরইউ ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান টুর্নামেন্টের সার্বিক বিষয় তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ডিআরইউ’র যুগ্ম সম্পাদক মঈনুল আহসান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক কাওসার আজম, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন, কল্যাণ সম্পাদক মো. তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য মনির মিল্লাত ও কিরণ শেখ।