বাসস
  ১৬ নভেম্বর ২০২৩, ২০:০০

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ছুটি চেয়েছেন লিটন

ঢাকা, ১৬ নভেম্বর ২০২৩ (বাসস) : পারিবারিক কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে  আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছুটি চেয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস।
তবে ইনজুরির কারণে আসন্ন সিরিজে বাংলাদেশের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় অনিশ্চিত হওযায় লিটনকে ছুটি দেওয়া হবে কিনা এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 
সিরিজের জন্য দল নির্বাচন করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, ‘পারিবারিক সমস্যার কথা জানিয়ে ছুটি চেয়েছেন লিটন। এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নেবো।’
বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ চলাকালীন আঙুলে চিড় ধড়ায় ইতোমধ্যেই সিরিজ থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। পেশির ইনজুরির কারনে বিশ্রাম পাচ্ছেন পেসার তাসকিন আহমেদ। হাঁটুর অস্ত্রোপচারের পর পুনর্বাসনে রয়েছেন আরেক পেসার এবাদত হোসেন।
সিরিজে সিনিয়র খেলোয়াড় তামিম ইকবালকেও পাবার সম্ভাবনা নেই। কারণ সম্প্রতি সময়ে খেলার বাইরে আছেন তিনি।  দেশের প্রথম শ্রেণীর টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) অংশ নেননি তামিম।
প্রথম সস্তানের পিতা হতে যাওয়া লিটন নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে ‘বেবি শাওয়ারের’ ছবি পোস্ট শেয়ার করে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন। 
স্ত্রীর পাশে থাকতে বিশ্বকাপ চলাকালীন দু’বার বাংলাদেশে এসেছিলেন লিটন।
টেস্ট দলের সহ-অধিনায়ক হিসেবে সাকিবের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়ার কথা লিটনেরই। সে ক্ষেত্রে লিটনকে ছুটি দেওয়া হলে  নতুন অধিনায়ক বাছাই করতে হবে বিসিবিকে। 
বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতের কাছে হেরে যাওয়া নিউজিল্যান্ড দল  আগামী ২১ নভেম্বর বাংলাদেশে আসবে।  
২৮ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট। ৪ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।