বাসস
  ২৪ নভেম্বর ২০২৩, ১৮:২০
আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ১৮:২৩

বাছাইপর্বের ম্যাচে মেসির সঙ্গে তর্ক করায় অনলাইনে বর্ণবাদী আক্রমণের শিকার রড্রিগো

ঢাকা, ২৪ নভেম্বর ২০২৩ (বাসস) : বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে  প্রতিপক্ষ আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসির সাথে উত্তপ্ত তর্কের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণবাদী আক্রমণ করা হচ্ছে বলে জানিয়েছেন ব্রাজিলীয় ফরোয়ার্ড রড্রিগো ডি পল।
গত মঙ্গলবার ব্রাজিলের আইকনিক স্টেডিয়াম মারাকানায় অনুষ্ঠিত বাছাইপর্বের ম্যাচে  পুলিশের সঙ্গে সফরকারী সমর্থকদের মধ্যে সৃস্ট গোলযোগকে কেন্দ্র করে দুই জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। 
৩০ মিনিট বিলম্বে শুরু হওয়া ওই ম্যাচে স্বাগতিক ব্রাজিলকে ১-০ গোলে হারায় মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। ম্যাচের দুইদিন পর গতকাল বৃহস্পতিবার রড্রিগো নিজের ইনস্টাগ্রামে জানিয়েছেন যে তিনি বানর ও কলার ইমোজি সম্বলিত বার্তা পেয়েছেন অনলাইনে। তিনি বলেন,‘ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে হেয় করে বার্তা দেয়া হচ্ছে।’ 
রড্রিগো আরো বলেন,‘ আমরা যদি তাদের চাওয়া মেনে না নেই, যদি তাদের ভাবনা মোতাবেক আমাদের আচরণ না হয়, যদি আমরা এমন কিছু পরিধান করি যা তাদের জন্য বিরক্তিকর, তাদের আক্রমনে যদি আমরা মাথা নত না করি, তাহলে বর্ণবাদীরা তাদের অপরাধমূলক আচরণ করতেই থাকবে। বর্ণবাদীরা তাদের কাজ করতেই থাকবে, তবে তাদের জন্য দু:সংবাদ হচ্ছে আমরা থামব না।’