শিরোনাম
নয়াদিল্লি , ২৪ নভেম্বর ২০২৩ (বাসস) : কাজের চাপ সামলাতে এবং ফিটনেস ঠিক রাখতে আগামী বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট থেকে সড়ে দাঁড়ালেন চেন্নাই সুপার কিংসের ইংলিশ তারকা অলরাউন্ডার ইংল্যান্ডের বেন স্টোকস।
নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে স্টোকস না খেলার বিষয়টি নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)।
এ বছরের আইপিএল নিলামে স্টোকসকে ১৬২ মিলিয়ন রুপিতে কিনেছিলো চেন্নাই সুপার কিংস। চলতি বছর যৌথভাবে রেকর্ড পঞ্চমবারের মত আইপিএল শিরোপা জয়ের স্বাদ নেয় চেন্নাই।
সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলেছেন স্টোকস। জানুয়ারিতে ভারতের মাটিতে টেস্ট সিরিজের জন্য নিজেকে ফিট করে তুলতে বিশ^কাপ শেষে হাঁটুতে অস্ত্রোপচার করার কথা জানিয়েছিলেন স্টোকস।
এক বিবৃতিতে চেন্নাই জানিয়েছে, ‘আইপিএলের আগে ভারত সফরে পাঁচ টেস্টের সিরিজ এবং পরবর্তীতে জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় কাজের চাপ বিবেচনায় আইপিএল থেকে স্টোকসের সরে যাওয়াটা সমর্থন করে চেন্নাই।’
আইপিএল হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং অর্থকড়ি সমৃদ্ধ টি-টোয়েন্টি লিগ।