বাসস
  ০৪ ডিসেম্বর ২০২৩, ১৫:১৬

সামাজিক যোগাযোগ মাধ্যমে রেফারির সমালোচনা করলেন হালান্ড

ম্যানচেস্টার (যুক্তরাজ্য), ৪ ডিসেম্বর, ২০২৩ (বাসস/এএফপি) : রোববার প্রিমিয়ার লিগে টটেনহ্যামের সাথে ম্যানচেস্টার সিটির ৩-৩ গোলের নাটকীয় ম্যাচের পর রেফারি সাইমন হুপারের বিপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছেন আর্লিং হালান্ড। এতে করে হালান্ড সম্ভাব্য শাস্তির মুখে পড়তে পারেন। 
ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে হুপারের কিছু সিদ্ধান্ত সিটির বিরুদ্ধে গেছে, আর এতেই ক্ষুব্ধ হয়ে উঠেন সিটি স্ট্রাইকার হালান্ড। হালান্ডকে ফাউল করা হলেও দ্রুত তিনি উঠে জ্যাক গ্রিলিশের দিকে বল বাড়িয়ে দেন। কিন্তু হুপার এতে সিটিকে কোন এ্যাডভানটেজ না দিয়ে ফ্রি-কিকের নির্দেশ দেন। কিন্তু তার এই সিদ্ধান্তে হালান্ডের সাথে তার সতীর্থরাও বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ম্যাচের শেষেও হালান্ড তার প্রতিবাদ চালিয়ে গেছেন। এ সময় তিনি টুইটারে হুপার সম্পর্কে খারাপ  ভাষা ব্যবহার করেছেন। 
ম্যাচ শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় সিটি বস পেপ গার্দিওলা হালান্ডের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট সম্পর্কে কিছু জানতেন না। কিন্তু মাঠে হালান্ডের প্রতিক্রিয়ার বিষয়টি স্বীকার করে গার্দিওলা বলেছেন, ‘ঐ মুহূর্তে এটাই স্বাবাভিক ছিল। অন্য ১০জন খেলোয়াড়ও একইভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে। আইনে আছে কোন সিদ্ধান্ত নিয়ে রেফারি কিংবা চতুর্থ অফিসিয়ালের সাথে কোন ধরনের কথা বলা যাবেনা। আজ আমাদের ১০ জন খেলোয়াড়ই লাল কার্ড পেতে পারতো। আজ আমরা সবাই হতাশ। এমনকি রেফারি নিজে যদি আজ ম্যান সিটির পক্ষে খেলতো তবে এই ধরনের সিদ্ধান্তে নিশ্চিতভাবে তিনিও হতাশ হতেন।’
এ সময় গার্দিওলা আরো বলেন, ‘সিদ্ধান্তটি আমাকে বিস্মিত করেছে। ঐ মুহূর্তে আর্লিং যখন পড়ে গিয়েছিল তখন বাঁশি বাজালে কোন সমস্যা ছিলনা। কিন্তু হালান্ড উঠে দাঁড়িয়ে পাস দেবার পর রেফারি খেলা চালিয়ে যাবার ভঙ্গি করেন। হঠাৎ করেই তিনি খেলা বন্ধ করে ফ্রি-কিকের নির্দেশ দেন। আমি তার কোন সমালোচনা করতে চাইনি। টাচলাইনে আমিও অনেক সময় মেজাজ হারিয়ে ফেলি। আমার ব্যবহারও অনেক সময় ঠিক থাকে না। কোচিং জীবনে  দীর্ঘ সময়ে আমি রেফারিং সম্পর্কে মন্তব্য করতে খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করিনা।’