শিরোনাম
ঢাকা, ৬ ডিসেম্বর ২০২৩ (বাসস) : মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ব্যাটারদের জন্য কঠিন হয়ে পড়ায় প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের বিপক্ষে ভাল একটা লিডের জন্য বাংলাদেশ মুখিয়ে থাকবে বলে জানিয়েছেন দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
প্রথম ইনিংসে বাংলাদেশের ১৭২ রানের জবাবে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে ৫ উইকেটে ৫৫ রান করেছে নিউজিল্যান্ড। মিরাজের মতে, প্রথম দিন শেষে এগিয়ে আছে বাংলাদেশই।
১৭ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের পক্ষে সেরা বোলার মিরাজ। কেন উইলিয়ামসনের মূল্যবান উইকেটটিও শিকার করেছেন তিনি।
দিনের খেলা শেষে আজ মিরাজ বলেন, ‘আমি মনে করি, নিউজিল্যান্ডের চেয়ে আমরা এগিয়ে আছি। আমরা পাঁচ উইকেট নিয়েছি, এজন্য আগামীকাল চিত্রপটটা ভিন্ন থাকবে । আমরা জানি, এ ম্যাচে বড় লিড অনেক বেশি সুবিধাজনক হবে। এজন্য আমরা তাদের দ্রুত আউট করতে চাই। প্রথম ইনিংসে রান করা কঠিন, তাই প্রতিটি রানই গুরুত্বপূর্ণ। আমরা যদি যথেষ্ট লিড নিতে পারি, তাহলে আমাদের কাজ সহজ হয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘বোলারদের জন্য এ বিষয়গুলো সহজ রাখা গুরুত্বপূর্ণ। প্রথম কয়েক ওভারে বল টার্ন করানোর চেষ্টা করেছি। উইকেটের অবস্থা অনুযায়ী, লাইন বজায় রেখে আমি বল করার চেষ্টা করেছি।’
এমন কঠিন উইকেটে দলকে বিপদ থেকে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান উইলিয়ামসন রক্ষা করবেন বলেই প্রত্যাশা ছিল নিউজির্যান্ডের। কিন্তু উইলিয়ামসনকে ১১ রানে আউট করে কিউইদের সমস্যা বাড়িয়ে দেন মিরাজ।
মিরাজ জানান, উইলিয়ামসনের গুরুত্বপূর্ণ উইকেট শিকারের জন্য কৌশল অনুসরণ করে সফল হয়েছেন।
তিনি বলেন, ‘আমি বড় কিছু করার চেষ্টা করিনি। আমি তাকে (উইলিয়ামসন) বিভ্রান্ত করার চেষ্টা করেছি। একজন বিভ্রান্ত ব্যাটার এই উইকেটে ভুল করতে বাধ্য। আমি চেয়েছিলাম সে চিন্তা করুক, আমাকে কিভাবে খেলবে। আমি তাকে চাপে রাখার চেষ্টা করেছি। এই বিভ্রান্তি প্রায়ই উইকেট শিকারের সুযোগ করে দেয়।’
মিরাজ আরও জানান, দলের স্কোর ২০ থেকে ৩০ রান কম থাকার পরও প্রথম দিন নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। কারণ উইকেট থেকে নিউজিল্যান্ডের স্পিনাররা অনেক বেশি টার্ন এবং বাউন্স পেয়েছিলো এবং বেশিরভাগ বল নীচু হয়েছিলো।
মিরাজ বলেন, ‘ আমরা সঠিক জায়গায় বোলিং করলে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারব -এমন বিশ^াস আমাদের ছিল। আমরা তাদের স্পিনারদের বিরুদ্ধে লড়াই করেছি। আমরা এই কন্ডিশন সর্ম্পকে ভালোভাবেই জানি। এটিই আমাদের বোলারদের আত্মবিশ্বাস দিয়েছে যে, এই উইকেট থেকে আমরা সুবিধা নিতে পারবো।’
মুশফিকুর রহিমের আউট নিয়েও কথা বলেছেন মিরাজ। ব্যাটিংয়ের সময় হাত দিয়ে বল ধরায় প্রথম বাংলাদেশি হিসেবে ‘হ্যান্ডলিং বল’ আউট হয়েছেন তিনি। মিরাজের মতে, মুশফিক ইচ্ছাকৃতভাবে এমন আউট হননি, খেলার ধারায় এমনটি ঘটেছে।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন মুশফিক। শাহাদাত হোসেন দিপুর (৩১) সাথে পঞ্চম উইকেট জুটিতে ৫৭ রান যেগা করেন তিনি। এমন কঠিন উইকেটে এই জুটির রান শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে।
তিনি বলেন, ‘আমি মনে করি খেলার ধারায়ই হয়েছে। ক্রিজে থাকাকালীন একজন ব্যাটারকে সেকেন্ডেরও কম সময়ে সিদ্ধান্ত নিতে হয়। তার হাত সম্ভবত ফ্লোতে চলে গেছে। মুশফিক ভাই এটা ইচ্ছাকৃতভাবে করেননি। খেলা চলাকালীন আপনার মনের পিছনে অনেক কিছুই ঘটে। আমরা বিশ্বকাপে টাইম-আউট ডিসমিসাল পেয়েছি, এমনটা ঘটে থাকে।’