শিরোনাম
কিম্বার্লি, ৯ ডিসেম্বর ২০২৩ (বাসস) : প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকার কাছে দ্বিপাক্ষীক সিরিজ হার এড়ালো বাংলাদেশ নারী ক্রিকেট দল। গতরাতে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। এ ম্যাচ না হারলেই প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিততে পারতো নিগার-লতারা। কিন্তু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ করেছে টাইগ্রেসরা। প্রথম ম্যাচে বাংলাদেশ ১৩ রানে হারিয়েছিলো দক্ষিণ আফ্রিকাকে। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়।
এর আগে দক্ষিণ আফ্রিকার কাছে তিনবার টি-টোয়েন্টি ও চারবার ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ।
কিম্বার্লিতে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ১৭ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে তারা। দুই ওপেনার মুরশিদা খাতুন ২ ও শামিমা সুলতানা ৮ এবং তিন নম্বরে নামা সোবহানা মোস্তারি রানের খাতা খোলার আগেই সাজ ঘরে ফেরেন।
চতুর্থ উইকেটে শুরুর ধাক্কা সামলে ওঠার চেষ্টা করেন লতা মন্ডল ও অধিনায়ক নিগার সুলতানা। কিন্তু জুটিতে ৫৫ বলে ২৯ রান হবার পর বিচ্ছিন্ন হন তারা। ১১ রানে আউট হন নিগার।
১৫তম ওভারে দলীয় ৪৬ রানে নিগারের বিদায়ের পর দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে মারমুখী ব্যাট চালান লতা ও স্বর্ণা আকতার। ইনিংসের শেষ ওভারে আউট হবার আগে জুটিতে ৩১ বলে ৪৬ রান যোগ করেন তারা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ৯৪ রান করতে পারে বাংলাদেশ। ২টি চারে ৬২ বলে সর্বোচ্চ ৪২ রান করেন লতা। ১৬ বলে ২টি চারে ২৩ রান করেন স্বর্ণা।
দক্ষিণ আফ্রিকাকে ৯৫ রানের টার্গেট দিয়ে বল হাতে সুবিধা করতে পারেনি বাংলাদেশের বোলাররা। উদ্বোধনী জুটিতে ৩৫ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। পঞ্চম ওভারে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি ভাঙ্গেন পেসার মারুফা আকতার। ওপেনার তাজমিন ব্রিটসকে ১৭ রানে শিকার করেন মারুফা।
অষ্টম ওভারে অ্যানেকে বশকে ৯ রানে থামিয়ে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন অফ-স্পিনার শরিফা খাতুন। এরপর তৃতীয় উইকেটে ৪৫ বলে অবিচ্ছিন্ন ৪৩ রান যোগ করে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন অধিনায়ক লরা উলভার্ট ও সুনে লুস । ৫টি চারে লরা ৪৯ ও লুস ১৫ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের মারুফা ও শরিফা ১টি করে উইকেট নেন।
আগামী ১৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ। তার আগে ১২ ডিসেম্বর একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগ্রেসরা।