বাসস
  ১৬ ডিসেম্বর ২০২৩, ১৯:০৩

শ্রীলংকা ক্রিকেটের পরামর্শক হলেন জয়সুরিয়া

কলম্বো, ১৬ ডিসেম্বর ২০২৩ (বাসস) : জাতীয় দলের সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়াকে এক বছরের জন্য  লংকান ক্রিকেটের পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)। 
পরামর্শক হিসেবে  কলম্বোর হাই পারফরমেন্স কেন্দ্র আর প্রেমাদাসা স্টেডিয়ামে হাই পারফরম্যান্স সেন্টারে থাকা খেলোয়াড় ও কোচদের পর্যবেক্ষণ করবেন। একই সাথে  খেলোয়াড় এবং কোচিং কর্মীদেরও দক্ষতা বাড়াতে কাজ করবেন তিনি।
এক বিজ্ঞপ্তিতে এসএলসি জানিয়েছে, ‘শ্রীলংকা ক্রিকেটের কর্মসূচিতে  দক্ষতা প্রতিষ্ঠা করতে সকল খেলোয়াড় এবং কোচিং স্টাফের উপর নজর রেখে সেগুলো বাস্তবায়িত করবে জয়সুরিয়া।’
২০১৯ সালে আইসিসির দুর্নীতি দমন ইউনিট কর্তৃক ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হবার পর এসএলসির হয়ে প্রথম ভূমিকা পালন করবেন জয়সুরিয়া। দু’টি অভিযোগ তদন্তে সহযোগিতা করতে অস্বীকার করা এবং বাধা দেওয়ার কারনে নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি।
সম্প্রতি শ্রীলংকা ক্রিকেটের নতুন নির্বাচক কমিটির প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ওপেনার উপুল থারাঙ্গা। পাঁচ সদস্যের এই কমিটিতে আছেন সাবেক স্পিনার অজান্থা মেন্ডিস। এই কমিটির গঠনের পরই জয়সুরিয়াকে পরামর্শক করা হয়েছে।  
২০১৩-২০১৫ এবং ২০১৬-২০১৭ সাল পর্যন্ত এসএলসির প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেন জয়সুরিয়া।
১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী শ্রীলংকার দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জয়সুরিয়া। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ১১০ টেস্ট, ৪৪৫ ওয়ানডে আর ৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে ২১ হাজারের বেশি রান ও বল হাতে ৪৪০ উইকেট শিকার করেছেন জয়সুরিয়া।