শিরোনাম
জোহানেসবার্গ, ২২ ডিসেম্বর ২০২৩ (বাসস) : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে জরুরি পারিবারিক প্রয়োজনে দেশে ফিরেছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছ থেকে অনুমতি নিয়ে কোহলি দেশে ফিরলেও নির্দিষ্ট কোন কারন জানা যায়নি।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, টেস্ট সিরিজে অংশ নিতে সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় যান কোহলি। সিরিজ শুরুর আগে জরুরি পারিবারিক কারনে দেশে ফিরেছেন তিনি। আগামী ২৬ ডিসেম্বর থেকে জোহানেসবার্গে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগেই দলের সাথে যোগ দিবেন কোহলি।
প্রিটোরিয়ায় নিজেদের মধ্যে চলমান তিন দিনের প্রস্তুতি ম্যাচে না খেলতে টিম ম্যানেজমেন্ট ও বিসিসিআইর কাছে অনুমতি নিয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেন কোহলি।
এদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আঙুলের ইনজুরিতে পড়েন ব্যাটার ঋুতুরাজ গায়কোয়াড়। ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হতে না পারায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়েছেন তিনি। এজন্য দল থেকে ঋুতুরাজকে ছেড়ে দিয়েছে বিসিসিআই।
ঋুতুরাজের বিকল্প হিসেবে দলে সুযোগ পেতে পারেন অভিমন্যু ঈশ্বরন। বর্তমানে ভারত ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছেন তিনি।