বাসস
  ২৫ ডিসেম্বর ২০২৩, ২০:০৩

অষ্টম হার চেলসির

লন্ডন, ২৫ ডিসেম্বর ২০২৩ (বাসস/এএফপি) : বড় দিনের আগে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে হারের লজ্জা পেয়েছে চেলসি। গতরাতে নিজেদের ১৮তম ম্যাচে উলভসের  কাছে ২-১ গোলে হেরেছে চেলসি।
প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে গোলের সুযোগ পেলেও সেটি কাজে লাগাতে পারেনি চেলসি। রক্ষণদূর্গ দারুনভাবে সামাল দিয়ে চেলসিকে গোল বঞ্চিত রাখে উলভস। ফলে গোলশূণ্যভাবে শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই  ৫১ মিনিটে মিডফিল্ডার মারিও লেমিনার গোলে এগিয়ে যায় স্বাগতিক উলভস।
১-০ গোলে পিছিয়ে পড়ায় আক্রমনের ধার বাড়িয়ে দেয় চেলসি। তারপরও বলকে উলভসের রক্ষভাগ ভেদ করতে পারছিলনা চেলসি।  উল্টো দ্বিতীয়ার্ধের ইনজুরি সময় গোল হজম করে। তৃতীয় মিনিটে উলভসের  গোলটি করেন ম্যাট ডোহার্টি। ২-০ গোলে ম্যাচ জয়ের দ্বারপ্রান্তে পৌছে যায় উলভারহ্যাম্পটন।
ইনজুরির সময়ের ষষ্ঠ মিনিটে চেলসিকে প্রথম গোলের স্বাদ দেন বদলি খেলোয়াগ ক্রিস্টোফার এনকুকু। এতে ব্যবধান ২-১এ নেমে আসে। কিন্তু শেষ পর্যন্ত হারকে সঙ্গী করে মাঠ ছাড়তে হয় মাওরিসিও পচেত্তিনোর দলকে। এই নিয়ে লিগে অষ্টম হারের স্বাদ পেল চেলসি।
১৮ ম্যাচে ৬ জয় ও ৪ ড্রতে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের দশমস্থানে থাকলো চেলসি। সমানসংখ্যক ম্যাচে চেলসির সমান ২২ পয়েন্ট থাকলেও গোল পার্থক্যে পিছিয়ে ১১তমস্থানে আছে উলভস।
১৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আর্সেনাল।