বাসস
  ০৫ জানুয়ারি ২০২৪, ১৯:০২
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১৯:২২

ব্যাগি গ্রিন ফিরে পেয়ে আবেগী বার্তা ওয়ার্নারের

সিডনি, ৫ জানুয়ারি ২০২৪ (বাসস/ওয়েবসাইট) : সিডনি ক্রিকেট গ্রাউন্ডের ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামার আগের দিন ব্যাগি গ্রিন (টেস্ট ক্যাপ) হারিয়েছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। ব্যাগি গ্রিন ফিরে পাবার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের এক ভিডিওতে আকুতিও জানিয়েছিলেন ওয়ার্নার।
শেষ পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্ট চলাকালীন ব্যাগি গ্রিন ফিরে পাবার সুখবর জানালেন ওয়ার্নার।
আজ সকালে ক্যাপটি হাতে নিয়ে ইনস্টাগ্রামে এক ভিডিওতে কথা বলেছেন ওয়ার্নার। পাশাপাশি তিনি লিখেছেন, ‘আমি আপনাদের জানাতে পেরে খুশি ও স্বস্তি বোধ করছি, আমার ব্যাগি গ্রিনগুলো ফিরে পেয়েছি। এটি দারুন সংবাদ। এজন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও আমি অনেক কৃতজ্ঞ। কানটাস (এয়ারলাইনস), পরিবহন কোম্পানি, আমাদের হোটেল ও টিম ম্যানেজমেন্টের সবাইকে ধন্যবাদ।’
তিনি আরও বলেন, ‘যেকোন ক্রিকেটারই জানে তাদের কাছে এই ক্যাপ কতটা স্পেশাল এবং আমি এটা বাকি জীবন ধরে রাখবো।’
ওয়ার্নারের ব্যাগি গ্রিন ফিরে পাওয়া নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপাত্র বলেন, ‘প্যাক করা ব্যাগটি অন্যান্য জিনিসের সাথে টিম হোটেলে পাওয়া গেছে। গত মঙ্গলবার হারানোর পর বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ দেখে খোঁজাখুজি করেও সেটি পাওয়া যায়নি।’