শিরোনাম
দুবাই, ৫ জানুয়ারি ২০২৪ (বাসস/ওয়েবসাইট) : ভারতকে পেছনে ফেলে আইসিসি টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে উঠেছে অস্ট্রেলিয়া। সাত মাস পর আবারও সিহাংসন ফিরে পেল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
টেস্ট র্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশিত হবার আগে র্যাংকিংয়ের শীর্ষে ছিলো ভারত। দ্বিতীয়স্থানে ছিলো অস্ট্রেলিয়া। তবে দু’দলেরই রেটিং ছিলো সমান ১১৮ করে। কিন্তু ভগ্নাংশের হিসাবে এগিয়ে শীর্ষে ছিলো ভারত।
গতকালই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে ভারত। আর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া।
সিরিজ দু’টির ফলাফলের প্রভাব পড়েছে টেস্ট র্যাংকিংয়ে। ভারত সিরিজ সমতায় এবং অস্ট্রেলিয়া দু’টি টেস্ট জয়ে শীর্ষে জায়গা করে নেয়। ১১৮ রেটিং নিয়ে শীর্ষে উঠেছে অস্ট্রেলিয়া। ১১৭ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে নেমে গেছে ভারত।
সিডনিতে চলমান পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট জিতলে রেটিং আরও বাড়বে অস্ট্রেলিয়ার। সেক্ষেত্রে ভারতের সাথে রেটিং ব্যবধানও আরও বাড়বে অসিদের।
সর্বশেষ ২০২২ সালের জানুয়ারিতে শীর্ষে উঠেছিলো অস্ট্রেলিয়া। টানা ১৬ মাস পর ২০২৩ সালের মে মাসে ভারতের কাছে সিংহাসন হারায় অসিরা।
এ মাসের শেষের দিকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট খেলবে ভারত। ঐ টেস্টে ভালো করতে পারলে আবারও শীর্ষে ওঠার সুযোগ থাকছে টিম ইন্ডিয়ার। ১১৫ রেটিং নিয়ে তৃতীয়স্থানে আছে ইংল্যান্ড।
চতুর্থ থেকে অষ্টমস্থান পর্যন্ত আছে যথাক্রমে- দক্ষিণ আফ্রিকা (১০৬), নিউজিল্যান্ড (৯৫), পাকিস্তান (৯২), শ্রীলংকা (৭৯) ও ওয়েস্ট ইন্ডিজ (৭৭)।
৫১ রেটিং নিয়ে নবমস্থানে আছে বাংলাদেশ। ৩২ রেটিং নিয়ে টেবিলের তলানিতে জিম্বাবুয়ে।
নতুন বছরের শুরুতে আইসিসি টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে ওঠার আগে গেল বছর টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ^কাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া।